Ajker Patrika

বিনা ভোটে ইউপি সদস্য হচ্ছেন বাসেদ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১২: ৪৬
বিনা ভোটে ইউপি সদস্য হচ্ছেন বাসেদ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে সদর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন মো. আবদুল বাসেদ। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ওই ওয়ার্ডে আবদুল বাসেদ ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। উপজেলা নির্বাচন অফিস বলছে, প্রার্থিতা যাচাই-বাছাইয়ে যদি আবদুল বাসেদের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়, তবে তাঁকেই সদস্য হিসেব ঘোষণা করা হবে। কারণ এই পদে আর কেউ এই আসনে মনোনয়নপত্র দাখিল করেননি।

খোঁজ নিয়ে জানা যায়, বাসেদ ২০০৩ সালে প্রথম নির্বাচিত হন। সেই থেকে ইউপি সদস্য হিসেবে টানা তিনবার দায়িত্ব পালন করেছেন। এবার নির্বাচিত হলে টানা চতুর্থবারের মত ইউপি সদস্যের দায়িত্ব পালন করবেন।

এ নিয়ে জানতে চাইলে, মো. আবদুল বাসেদ বলেন, ‘আমি যথাসাধ্য মানুষের সেবা করার চেষ্টা করি। মানুষ আমাকে ভালোবাসে। আমি তাঁদের বিশ্বাস ও আস্থাকে সম্মান করি। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম ভূঁইয়া বলেন, এই পদে আর কোনো মনোনয়নপত্র জমা না পড়েনি। এখন যাচাই-বাছাইয়ে প্রার্থিতা টিকলে বাসেদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত