Ajker Patrika

নিত্যপণ্যের দামে বিপাকে নিম্ন আয়ের মানুষ

সাখাওয়াত হোসেন হৃদয়, পাকুন্দিয়া
আপডেট : ০৫ জুন ২০২২, ১৪: ৪৯
নিত্যপণ্যের দামে বিপাকে  নিম্ন আয়ের মানুষ

চাল, ডাল, চিনি, লবণ, তেলসহ নিত্যপণ্যের দাম বাড়ছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। শুধু নিত্যপণ্য নয়, সবকিছুরই দাম বেশি। এতে কপালে ভাঁজ পড়েছে নিম্ন আয়ের মানুষের। অল্প রোজগারে সংসার চালাতে হিমশিম খাচ্ছে অনেকেই। ব্যবসায়ীরা বলছেন, বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। অনেক সময় বেশি দাম দিয়েও সময়মতো পণ্য সরবরাহ পাওয়া যাচ্ছে না।

প্রতিযোগিতার বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি রাখার সুযোগ নেই। অন্যদিকে প্রশাসন বলছে, দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে তদারকি জোরদার করা হয়েছে। চাল যেন কোনো মিলার মজুত করে রাখতে না পারেন, সে জন্য খাদ্য বিভাগকে অভিযান জোরদার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে টিসিবি কার্যক্রম চলমান রয়েছে।

গত শুক্রবার পৌর সদর বাজার ঘুরে দেখা গেছে, চাল, ডাল, তেল, লবণ—সবকিছুর দামই বেশি। ১৪ টাকা কেজির খোলা লবণের দাম ১৮ টাকা। বেড়েছে ডাল, আলুর দামও। সবজির দাম কিছুটা কম থাকলেও কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুনের দাম বেড়েছে। পুকুর, বিল, নদীর মাছ পাওয়া তো দূরের কথা, বাড়তি দামে কিনতে হচ্ছে চাষের মাছ। ব্রয়লার, কক মুরগির দামও বেশি। গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকার নিচে কেনা যাচ্ছে না। এ ছাড়া খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সবকিছুরই দাম বাড়ছে।

এ সময় পৌর সদরের কয়েকজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক, রিকশাচালক, মুচি ও খেটে খাওয়া মানুষের সঙ্গে কথা হয়। কোনোভাবেই তাঁরা তাল মেলাতে পারছেন না বাজারের নিত্যপণ্যের দামের সঙ্গে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অটোরিকশাচালক বলেন, ‘পাঁচ টাকার ভাড়া প্যাসেঞ্জারের (যাত্রী) কাছে কেমনে ১০ টাকা চামু। শরম লাগে। আবার পেটে টানও লাগে। যাঁরা আপনাগো মতোন চাকরি-টাকরি করেন, তাঁরা হয়তো দিতে পারেন কিন্তু যারা কম আয়ের মানুষ, তারা কেমনে দেবে। সকালবেলা গাড়ির জন্য একটা বিয়ারিং কিনছি ৪৫০ টাকা দিয়ে। কিছুদিন আগেও এর দাম অনেক কম ছিল। সবকিছুরই দাম বাড়ছে। সড়কে গাড়িও বাড়ছে, কিন্তু আয় বাড়ছে না। সংসার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে।’

পৌর সদরের একজন মুচি বলেন, ‘জুতা রং করা আর সেলাই করা আগের দামই হচ্ছে। কিন্তু চাল-ডাল তো আগের দামে নেই। যেভাবে চাল-ডাল, তেলসহ অন্যান্য জিনিসের দাম বাড়ছে, তাতে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় আছি।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, ‘দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে তদারকি জোরদার করা হয়েছে। চাল যেন কোনো মিলার মজুত করে রাখতে না পারেন, সে জন্য খাদ্য বিভাগকে অভিযান জোরদার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে টিসিবি কার্যক্রম চলমান রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত