Ajker Patrika

ভিন্ন আয়োজন: ফুটবল খেলবে ১০ ব্যান্ড

ভিন্ন আয়োজন: ফুটবল খেলবে ১০ ব্যান্ড

ব্যান্ড, ব্যান্ডের শিল্পী ও ভক্তদের আরও কাছাকাছি আনতে নানা ধরনের আয়োজন নিয়ে কাজ করছে গেট সেট রক নামের প্রতিষ্ঠান। সম্প্রতি তারা ব্যান্ডশিল্পীদের নিয়ে আয়োজন করছে ফুটবল টুর্নামেন্টের। এবার আর মঞ্চে নয়, শিল্পীরা খেলবেন মাঠে, আর ভক্তরা সরাসরি উপভোগ করতে পারবেন সেই খেলা। 

গেট সেট স্ট্রাইক শিরোনামের টুর্নামেন্টে খেলবে ১০টি ব্যান্ড। ব্যান্ডগুলো হলো ক্রিপটিক ফেইট, নেমেসিস, মেকানিক্স, কার্নিভাল, কনক্লুশন, সিন, আপেক্ষিক, প্লাজমিক নক, সুইসাইডাল পাম্পকিন ও ফ্যান্টাসি রালম। খেলাগুলো রমজানজুড়ে দেখানো হবে গেট সেট রকের ইউটিউব চ্যানেলে। নিয়মিত আপডেট পাওয়া যাবে গেট সেট রক ও বাংলাদেশি ব্যান্ড মিউজিক ফ্যানস কমিউনিটির (বিবিএমএফসি) ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে। 

ইতিমধ্যেই টুর্নামেন্ট নিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে ব্যান্ডগুলো, চলছে নিয়মিত অনুশীলনও। 

এ আয়োজন নিয়ে নেমেসিস ব্যান্ডের ভোকালিস্ট জোহাদ রেজা চৌধুরী বলেন, ‘ফুটবল আমার সবচেয়ে পছন্দের খেলা। অনেকগুলো ব্যান্ড এক হয়ে ফুটবল খেলব, আনন্দ করব, এর চেয়ে মজার আর কীই-বা হতে পারে? এমন একটা ইভেন্ট নিয়মিতই করা যেতে পারে।’

ক্রিপটিক ফেইটের বেজিস্ট ও ভোকালিস্ট শাকিব চৌধুরী বলেন, ‘প্রায়ই দেখি শোবিজ তারকাদের নিয়ে বিভিন্ন খেলা হয়, এবার ব্যান্ডগুলো নিয়েও হলো বলে ভালো লাগছে। আমি শুনেছি যে ক্রিকেটের পর বাংলাদেশে সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট হচ্ছে মিউজিক। সেই মিউজিকের অংশ হিসেবে ব্যান্ড মিউজিশিয়ানদের নিয়ে এমন একটা আয়োজনের জন্য গেট সেট রককে আন্তরিক সাধুবাদ জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত