Ajker Patrika

বাস ভাড়া বাস্তবায়ন নিয়ে শঙ্কা

খান রফিক, বরিশাল
আপডেট : ১৯ জুন ২০২২, ১৩: ৩৮
বাস ভাড়া বাস্তবায়ন নিয়ে শঙ্কা

পদ্মা সেতু চালু হতে আর বাকি ১৪ দিন। এরই মধ্যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের বাস ভাড়া নির্ধারণ করেছে বিআরটিএ। সাধারণ মানুষ এ ভাড়া নির্ধারণে খুশি হলেও বাস্তবায়ন হবে কি না, তা নিয়ে সন্দিহান। কেননা বাসমালিক সংশ্লিষ্টদের মতে, সেতুর টোলের সঙ্গে ভাড়ার সামঞ্জস্য না থাকায় এটি নিয়ে সরকারের সঙ্গে মালিকেরা আলোচনায় যাবেন।

এদিকে পদ্মা সেতু চালু হতে যাওয়ায় ঢাকা-মাদারীপুর-বরিশাল-কুয়াকাটা রুটে নতুন নতুন অত্যাধুনিক পরিবহন আসছে। এর ফলে এ রুটে যাত্রী সুবিধা বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

গতকাল বৃহস্পতিবার পদ্মা সেতু ব্যবহার করতে হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১২ রুটে বিআরটিএ বাস ভাড়া নির্ধারণ করায় নানা প্রতিক্রিয়া দেখা দেয়। বরিশালের বাসিন্দা মাসুদ আহমেদ ঢাকার একটি ব্যাংকে কর্মরত। তাঁকে প্রায়ই বাসে বাড়িতে আসতে হয়। মাসুদ জানান, পদ্মা সেতু চালু হওয়ায় বাস কর্তৃপক্ষ যাতে যাত্রীদের জিম্মি করতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে। এখন নতুন নতুন বিলাসবহুল পরিবহন বাস এ রুটে চলবে। তাঁদের সার্ভিসও অত্যাধুনিক। সে অনুযায়ী ঢাকা-বরিশাল রুটে ভাড়া ৪১২ টাকা নির্ধারণ যুক্তিযুক্ত হয়েছে। তবে এটি কতটা বাস্তবায়ন হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন বরিশালের যাত্রীরা।

এ রুটের নিয়মিত যাত্রী বরিশাল জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, পদ্মা সেতুর টোল নিয়ে এক ধরনের অসন্তোষ দেখা দিয়েছিল। সরকার বাস ভাড়া নির্ধারণ করে জনগণকে খুশি করতে চাইলেও এটা বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে। সেখানে বলা আছে মালিকেরা সরকারের সঙ্গে আলোচনা করে ভাড়া পুনর্নির্ধারণ করতে পারবেন। তা ছাড়া পদ্মা সেতু হওয়ায় এই সুবিধাটা দূরপাল্লার রুটে কতটা পাবেন যাত্রীরা, তা নিয়েও সন্দিহান।

তবে ঢাকা-বরিশাল রুটে সাকুরা পরিবহনের ম্যানেজার আনিছুর রহমান বলেন, সরকার ভাড়া যেটা নির্ধারণ করেছে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত মালিক এখনো জানাননি। তবে বরিশাল-মাওয়া সায়েদাবাদ সাকুরার বাস ভাড়া ৬০০ টাকা। সরকার নির্ধারণ করেছে ৪১২ টাকা। ঢাকা-বরিশাল-কুয়াকাটা সাকুরার ভাড়া এসি ১১০০, ননএসি ৮০০ টাকা। বিআরটিএ এ রুটে নির্ধারণ করেছে ৬৯৪ টাকা। ঢাকা-বরিশাল-পটুয়াখালী বিআরটিএ’র নির্ধারিত রেট ৫০১ টাকা। তবে তাঁদের ভাড়া ৭০০ টাকা। তিনি বলেন, মালিকেরা টোলের কথা বলে সরকারের সঙ্গে নিশ্চয় ভাড়া সমন্বয় করবে। সরকার আর কয়টা বিআরটিসি বাস চালু রাখবে।

ঢাকা-বরিশাল রুটের পরিবহন বাস সোনার তরীর ম্যানেজার ইকবাল হোসেন বলেন, তাঁদের বাস আরিচা দিয়ে গাবতলী সার্ভিস দেয় ৫৫০ থেকে ৬০০ টাকায়। তিনি বলেন, যে হারে টোলের ভাড়া করছে তাতে ৪১২ টাকায় ঢাকা-বরিশাল ভাড়া কি করে হবে। ম্যানেজার ইকবাল বলেন, নতুন বাস সার্ভিস সোহাগ, শ্যামলী, গ্রিনলাইন, এসআর পরিবহন আসার কথা রয়েছে। এগুলো চালু হলে প্রতিযোগিতা বাড়বে।

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন 

এ ব্যাপারে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসমালিক গ্রুপের সভাপতি কিশোর কুমার দে বলেন, সরকার যে ভাড়া নির্ধারণ করে দিয়েছে সে অনুযায়ী মালিকদের ভাড়া নিতে হবে। এর বেশি নেওয়া যাবে না। বিআরটিএ’র সিদ্ধান্তের সঙ্গে তাঁরা একমত। তবে সেতুর টোলের ওপর যাত্রীপ্রতি একটি ভাড়া নির্ধারণ হয়। সে অনুযায়ী ঢাকা-বরিশাল রুটে ৪১২ টাকার সঙ্গে কিছুটা যুক্ত হতে পারে। সেটিও বিআরটিএ’র সঙ্গে সমন্বয় করতে হবে। নতুবা তাঁরা কোনো পরিবহন চলতে দেবেন না। তিনি বলেন, নতুন পরিবহন শ্যামলী, এনাসহ অনেকের সঙ্গে কথা চলছে। মানসম্মত পরিবহন বাস এলে যাত্রী সেবা বাড়বে বলে তিনি মনে করেন।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত