Ajker Patrika

সত্য ঘটনার সিনেমা ও গান

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৩৪
সত্য ঘটনার সিনেমা ও গান

সিনেমা

১৯৯৫ সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রেমে পড়েন বিক্রম ও ডিম্পল। প্রেমের বয়স যখন দুই বছর, বিক্রম তখন যোগ দেন ইন্ডিয়ান আর্মিতে। ডিম্পলের পরিবার এই সম্পর্ক মেনে নিতে পারেনি। পরিবার থেকে ডিম্পলকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা হয়। কিন্তু ডিম্পল ছিলেন নাছোড়বান্দা।

দ্রুতই পদোন্নতি হয় বিক্রমের। কারগিল যুদ্ধে অসাধারণ বীরত্ব দেখান তিনি। এই যুদ্ধেই শহীদ হন বিক্রম। বিয়ে না হলেও বিক্রমকেই স্বামী হিসেবে মেনে নিয়েছিলেন ডিম্পল। এমনকি বিক্রমের বিধবা স্ত্রী হিসেবে ডিম্পল তাঁর বাকি জীবন বিক্রমের পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন। বিক্রমের জীবনের এই গল্প নিয়ে নির্মিত ‘শেরশাহ’ সিনেমাটি মুক্তি পায় গত বছর। বিক্রমের চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা আর ডিম্পল চরিত্রে কিয়ারা আদভানি।

গান

মুম্বাইয়ের একটি হোটেলে বিয়ের অনুষ্ঠান চলছিল। হঠাৎ করেই কনের রুমে ঢুকে পড়েন সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত পুলিশ কর্মকর্তা বিজয় দান্ডেকর। হাতে গুলি লেগেছে তাঁর। বিক্রম জানতে পারেন এই বিয়েতে মত নেই মেয়েটির। জোর করেই বিয়ে দেওয়া হচ্ছে তাঁকে। প্রথম দেখাতেই মেয়েটিকে ভালো লেগে যায় তাঁর। মেয়েটিও বিয়ের আসর থেকে পালিয়ে যেতে চান বিজয়ের হাত ধরে। হঠাৎ করেই বিজয়ের ওপর আবার হামলা চালায় সন্ত্রাসীরা। ১৬ নভেম্বর ১৯৯১ সালের সেই ঘটনায় বেশ কয়েকজন আততায়ীসহ মারা গিয়েছিলেন মেয়েটিও। এই ঘটনার পর বিজয়কে মুম্বাই পুলিশের সবচেয়ে সাহসী এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু সেই মেয়েকে জীবন থেকে মুছতে পারেননি বিজয়। কয়েক মুহূর্তের পরিচয়ে এতটাই ভালোবেসে ফেলেছেন যে জীবনে আর কাউকে বিয়েই করেননি। এই সত্য ঘটনা নিয়ে গত বছর প্রকাশ পায় ‘লুট গায়ে’ গানটি। বছরের অন্যতম জনপ্রিয় ভিডিও ছিল এটি। বিজয় দান্ডেকরের চরিত্রে ছিলেন ইমরান হাশমি এবং মেয়েটির চরিত্রে উক্তি থারেজা। গানটি গেয়েছেন জুবিন নটিয়াল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার জেলায় কর্মী নেবে সিটি ব্যাংক, আবেদন শেষ ১৬ নভেম্বর

বিএনপির ফাঁকা রাখা ঢাকার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন তাসনিম জারা

রাজধানীর মোহাম্মদপুরে বাসা থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কর্মী নিয়োগ দেবে কেয়ার বাংলাদেশ, বেতন ৪৫ হাজার টাকা

রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িক বন্ধ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
Loading...