Ajker Patrika

দেশে দেশে উদ্বেগ বিচ্ছিন্ন হচ্ছে বিশ্ব

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১০: ৫৯
দেশে দেশে উদ্বেগ  বিচ্ছিন্ন হচ্ছে বিশ্ব

করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ‘ডেলটা’র পর এবার বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াতে শুরু করেছে এই ভাইরাসের নতুন আরেকটি ধরন ‘ওমিক্রন’। দক্ষিণ আফ্রিকায় প্রথম এ ধরন শনাক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত শুক্রবার ধরনটির নতুন নামকরণ করে একে ‘উদ্বেগজনক ধরনের’ তালিকাভুক্ত করেছে। এরপর থেকে দেশে দেশে শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকার কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধজ্ঞা আরোপ। তবে বিষয়টিকে ভালোভাবে নেয়নি দক্ষিণ আফ্রিকা। দেশটি বলেছে, করোনার নতুন এই ধরনটি ঘিরে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে তাদের।

ওমিক্রন বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগজনক ধরনের তালিকায় যুক্ত হওয়া করোনাভাইরাসের পঞ্চম ধরন। এর আগে ২০২০ সালের অক্টোবরে ভারতে শনাক্ত হওয়া করোনার ডেলটা, নভেম্বরে ব্রাজিলে শনাক্ত হওয়া গামা, মে মাসে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া বেটা এবং যুক্তরাজ্যে সেপ্টেম্বরে শনাক্ত হওয়া আলফা ধরনকে উদ্বেগজনক ধরনের তালিকাভুক্ত করেছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য সংস্থাটি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ‘করোনাভাইরাসের এই ধরন (ওমিক্রন) অনেক পরিবর্তনের (মিউটেশন) মধ্য দিয়ে বর্তমান অবস্থায় উপনীত হয়েছে এবং এসব পরিবর্তনের কয়েকটি উদ্বেগজনক। প্রাথমিক তথ্য-উপাত্ত বলছে, ভাইরাসের অন্যান্য ধরনের তুলনায় এই ধরনটির পুনঃসংক্রমণ ঘটানোর সক্ষমতা বেশি।’ বিবৃতিতে এ-ও বলা হয়, ধরনটি কতটা সংক্রামক, তা কয়েক সপ্তাহের মধ্যেই জানা যাবে। বর্তমানে প্রচলিত পিসিআর পরীক্ষার মাধ্যমেই এ ধরনটি শনাক্ত করা সম্ভব।

বিবিসি জানায়, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী অধ্যাপক জেমস নাইস্মিথ সতর্ক করে বলেছেন, করোনার নতুন এই ধরনটি টিকার সুরক্ষাগুলো ফাঁকি দিতে সক্ষম। তিনি বলেছেন, ‘এটা দুঃসংবাদ, তবে এখনই সবকিছু শেষ হয়ে যাচ্ছে না।’ আর রয়টার্স জানায়, যুক্তরাজ্যের ওয়ারইউক বিশ্ববিদ্যালয়ের ভাইরাসবিজ্ঞানী লরেন্স ইয়ং বলেছেন, ‘কোভিড-১৯-এর এই ধরন অত্যন্ত উদ্বেগজনক। এখন পর্যন্ত করোনার যে ধরনগুলো শনাক্ত হয়েছে, সেগুলোর মধ্যে এটিই সবচেয়ে বেশি পরিবর্তিত হয়েছে।’

সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকায় করোনার সংক্রমণ ব্যাপক হারে বাড়তে শুরু করেছে। দেশটিতে করোনার নতুন ধরন শনাক্তের খবর গত বুধবার জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলেছে, দক্ষিণ আফ্রিকায় ভাইরাসের নতুন ধরনটি শনাক্ত হয়েছে ৯ নভেম্বর। এ ছাড়া বতসোয়ানা, বেলজিয়াম, হংকং ও ইসরায়েলেও ধরনটিতে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, ইরান, ব্রাজিল, কানাডা, থাইল্যান্ড, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ আফ্রিকার কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করেছে।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো ও ইসোয়াতিনি (সাবেক সোয়াজিল্যান্ড) থেকে দেশটিতে ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে। যুক্তরাষ্ট্র ওই দেশগুলোসহ মোজাম্বিক ও মালাউইর ওপরও ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে। এদিকে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো ছাড়াও সিশেলসের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। জাপান গতকাল শনিবার থেকেই আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলো থেকে আগত যাত্রীদের বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টিন এবং চার ধাপের পরীক্ষা শুরু করেছে। ভারত দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা ও হংকং থেকে দেশটিতে আগত যাত্রীদের কঠোর পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নিয়েছে।

ইরান দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় ছয়টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে। এসব দেশ থেকে আগত ইরানের কোনো নাগরিক করোনা পরীক্ষায় দুইবার নেগেটিভ হলেই কেবল দেশটিতে ঢোকার অনুমতি পাবেন। এদিকে ব্রাজিলও আফ্রিকার ছয় দেশে ভ্রমণের বিষয়ে বিধিনিষেধ আরোপ করেছে। কানাডা বিগত ১৪ দিনের মধ্যে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো, ইসোয়াতিনি ও মোজাম্বিক ভ্রমণ করেছেন এমন বিদেশি নাগরিকদের দেশটিতে ঢুকতে দেবে না বলে ঘোষণা দিয়েছে। থাইল্যান্ড আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় আট দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। আর শ্রীলঙ্কা আফ্রিকার ছয় দেশের ওপর গতকাল থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করেছে। এ ছাড়া ইসরায়েল, তুরস্ক, সুইজারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতও বিধিনিষেধ আরোপ করেছে।

বিবিসি জানায়, করোনার নতুন ধরন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা আসার পরপরই নেদারল্যান্ডসের আমস্টারডামে দক্ষিণ আফ্রিকা থেকে আগত শত শত যাত্রীকে পরীক্ষা করা শুরু হয়। নেদারল্যান্ডস কর্তৃপক্ষ বলেছে, দেশটির পতাকাবাহী এয়ারলাইন কেএলএমের দুটি ফ্লাইটে করে আসা যাত্রীদের মধ্যে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের বিমানবন্দরের কাছেই একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদিকে দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে ম্যানচেস্টার হয়ে নেদারল্যান্ডসের আমস্টারডামগামী কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন, তাঁদের আমস্টারডামের বিমানবন্দরের টারমাকে চার ঘণ্টা অপেক্ষা করানো হয়েছে।

রয়টার্স জানায়, করোনার নতুন ধরন নিয়ে ঘোষণা আসার পরপরই আটলান্টিক মহাসাগরের এপার-ওপারের পুঁজিবাজারে ধস দেখা দেয়। এ ছাড়া বিশ্বের তেলের বাজারে ব্যারেলপ্রতি ১০ মার্কিন ডলার করে দাম পড়ে যায়। 

ভ্রমণ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ দ. আফ্রিকা এদিকে দেশে দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে কিছুটা বিরুদ্ধমত উচ্চারিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কণ্ঠে। সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির মুখপাত্র ক্রিস্টিনা লিন্ডমায়ের বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সব দেশের প্রতি ঝুঁকি নিরূপণ করে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছে।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জো ফাহলা বলেছেন, বিভিন্ন দেশ যে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে, তা অন্যায্য। তিনি অভিযোগ করেছেন, দেশগুলো তাঁদের ‘বলির পাঠা’ বানাচ্ছে। তিনি বলেন, ‘কিছু দেশ ভ্রমণ নিষেধাজ্ঞাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে যে প্রতিক্রিয়া দেখাচ্ছে, তা পুরোপুরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি-নৈতিকতা ও মানদণ্ডের পরিপন্থী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত