Ajker Patrika

পাগলের তাণ্ডবে ত্রিপুরায় নিহত ৫

কলকাতা প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২: ৪৭
Thumbnail image

ভারতের ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তবর্তী খোয়াই এলাকায় শাবল দিয়ে এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত শুক্রবার স্থানীয় সময় রাত ১২টার দিকে হঠাৎ করে উত্তেজিত হয়ে ওঠেন প্রদীপ। প্রথমেই শাবল নিয়ে মারতে যান স্ত্রী মীনা পাল দেবরায়কে। তিনি গুরুতর জখম অবস্থায় পালিয়ে প্রাণে বাঁচলেও তাঁর দুই সন্তানকে হত্যা করেন প্রদীপ। এ সময় চিৎকার শুনে প্রতিবেশী কৃষ্ণ এগিয়ে এলে তাঁকেও খুন করেন তিনি। খবর পেয়ে খোয়াই থানার সেকেন্ড অফিসার সত্যজিত মল্লিক ঘটনাস্থলে গেলে তাঁর পেটেও শাবল ঢুকিয়ে দেন প্রদীপ। হাসপাতালে নেওয়ার পথে মারা যান সত্যজিত। নিহত অপর একজন প্রদীপের ভাই।

পরে পুলিশের অন্য সদস্যরা গ্রেপ্তার করেন ঘাতককে। লাশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গ্রামবাসীর বরাতে পুলিশ বলছে, পেশায় রাজমিস্ত্রি প্রদীপ মানসিক ভারসাম্যহীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত