Ajker Patrika

‘একদিন মানুষের মধ্যে সঠিক বুঝ আসবে’

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১২: ৫৩
‘একদিন মানুষের মধ্যে সঠিক বুঝ আসবে’

কেএম জালাল উদ্দীন। কবিরাজ জালাল বলেই পরিচিত। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১ নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের কাদিরকোল গ্রামের বাসিন্দা। ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য পদে তৃতীয়বারের মতো পরাজিত হয়েছেন। এবার পেয়েছেন মাত্র তিন ভোট। তবে তিনি আশাবাদী, মানুষ একদিন ঠিকই সঠিক মূল্যায়ন করবেন। তিনি বলেন, ‘একদিন মানুষের মধ্যে সঠিক বুঝ আসবে। সেদিন তাঁরা আমাকে নির্বাচিত করবেন।’

উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০১১ সালের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে জালার ভোট পেয়েছিলেন ১৩৩। এ ছাড়া ২০১৬ সালে একই ইউনিয়নের নিজ গ্রামের ১ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে নির্বাচন করে ভোট পান মাত্র দুটি। এবারের নির্বাচনে তাঁর ওয়ার্ডে আরও তিনজন সদস্য প্রার্থী ছিলেন। তাঁদের মধ্যে হুমায়ুন কবির ফুটবল প্রতীকে ৬৬০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তবে এ নির্বাচনে টিউবওয়েল প্রতীকের মির্জা আব্বাছের থেকে এগিয়ে আছেন জালাল। কারণ আব্বাছ এক ভোটও পাননি।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্বের দুই নির্বাচনে এলাকার কোনো ব্যক্তি জালালের সমর্থক ও প্রস্তাবকারী ছিলেন না। পরে উপজেলার দুই কর্মকর্তা তাঁকে সহযোগিতা করেন। এবার ভোটে তাঁর নির্বাচনী ফরমে স্থানীয় দুজন প্রস্তাব ও সমর্থন করেছেন।

আরও জানা গেছে, পূর্বের দুই নির্বাচনে নিজেই ভ্যান চালিয়ে মাইকিং করে নিজের প্রচার কাজ করেছেন। এবার মাইকিং না করলেও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে তাঁর লাটিম প্রতীকের পোস্টার দিয়ে ভোট চেয়েছেন।

হলফনামায় জালাল উদ্দীন উল্লেখ করেন, তিনি ১৯৮৭ সালে এসএসসি পাশ করেছেন। তাঁর তিন স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে বলেও উল্লেখ করেন।

নির্বাচন প্রসঙ্গে জালাল বলেন, ‘এবার আমি তৃতীয়বারের মতো নির্বাচন করছি। নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী না থাকায় আমি দাঁড়িয়েছি। ভোটাররা বোঝে না বলে অযোগ্য মানুষকে প্রতিনিধি নির্বাচিত করেন।’ তবে একদিন মানুষের মধ্যে সঠিক বুঝ আসবে বলে বিশ্বাস তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত