কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কেএম জালাল উদ্দীন। কবিরাজ জালাল বলেই পরিচিত। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১ নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের কাদিরকোল গ্রামের বাসিন্দা। ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য পদে তৃতীয়বারের মতো পরাজিত হয়েছেন। এবার পেয়েছেন মাত্র তিন ভোট। তবে তিনি আশাবাদী, মানুষ একদিন ঠিকই সঠিক মূল্যায়ন করবেন। তিনি বলেন, ‘একদিন মানুষের মধ্যে সঠিক বুঝ আসবে। সেদিন তাঁরা আমাকে নির্বাচিত করবেন।’
উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০১১ সালের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে জালার ভোট পেয়েছিলেন ১৩৩। এ ছাড়া ২০১৬ সালে একই ইউনিয়নের নিজ গ্রামের ১ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে নির্বাচন করে ভোট পান মাত্র দুটি। এবারের নির্বাচনে তাঁর ওয়ার্ডে আরও তিনজন সদস্য প্রার্থী ছিলেন। তাঁদের মধ্যে হুমায়ুন কবির ফুটবল প্রতীকে ৬৬০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তবে এ নির্বাচনে টিউবওয়েল প্রতীকের মির্জা আব্বাছের থেকে এগিয়ে আছেন জালাল। কারণ আব্বাছ এক ভোটও পাননি।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্বের দুই নির্বাচনে এলাকার কোনো ব্যক্তি জালালের সমর্থক ও প্রস্তাবকারী ছিলেন না। পরে উপজেলার দুই কর্মকর্তা তাঁকে সহযোগিতা করেন। এবার ভোটে তাঁর নির্বাচনী ফরমে স্থানীয় দুজন প্রস্তাব ও সমর্থন করেছেন।
আরও জানা গেছে, পূর্বের দুই নির্বাচনে নিজেই ভ্যান চালিয়ে মাইকিং করে নিজের প্রচার কাজ করেছেন। এবার মাইকিং না করলেও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে তাঁর লাটিম প্রতীকের পোস্টার দিয়ে ভোট চেয়েছেন।
হলফনামায় জালাল উদ্দীন উল্লেখ করেন, তিনি ১৯৮৭ সালে এসএসসি পাশ করেছেন। তাঁর তিন স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে বলেও উল্লেখ করেন।
নির্বাচন প্রসঙ্গে জালাল বলেন, ‘এবার আমি তৃতীয়বারের মতো নির্বাচন করছি। নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী না থাকায় আমি দাঁড়িয়েছি। ভোটাররা বোঝে না বলে অযোগ্য মানুষকে প্রতিনিধি নির্বাচিত করেন।’ তবে একদিন মানুষের মধ্যে সঠিক বুঝ আসবে বলে বিশ্বাস তাঁর।
কেএম জালাল উদ্দীন। কবিরাজ জালাল বলেই পরিচিত। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১ নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের কাদিরকোল গ্রামের বাসিন্দা। ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য পদে তৃতীয়বারের মতো পরাজিত হয়েছেন। এবার পেয়েছেন মাত্র তিন ভোট। তবে তিনি আশাবাদী, মানুষ একদিন ঠিকই সঠিক মূল্যায়ন করবেন। তিনি বলেন, ‘একদিন মানুষের মধ্যে সঠিক বুঝ আসবে। সেদিন তাঁরা আমাকে নির্বাচিত করবেন।’
উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০১১ সালের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে জালার ভোট পেয়েছিলেন ১৩৩। এ ছাড়া ২০১৬ সালে একই ইউনিয়নের নিজ গ্রামের ১ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে নির্বাচন করে ভোট পান মাত্র দুটি। এবারের নির্বাচনে তাঁর ওয়ার্ডে আরও তিনজন সদস্য প্রার্থী ছিলেন। তাঁদের মধ্যে হুমায়ুন কবির ফুটবল প্রতীকে ৬৬০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তবে এ নির্বাচনে টিউবওয়েল প্রতীকের মির্জা আব্বাছের থেকে এগিয়ে আছেন জালাল। কারণ আব্বাছ এক ভোটও পাননি।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্বের দুই নির্বাচনে এলাকার কোনো ব্যক্তি জালালের সমর্থক ও প্রস্তাবকারী ছিলেন না। পরে উপজেলার দুই কর্মকর্তা তাঁকে সহযোগিতা করেন। এবার ভোটে তাঁর নির্বাচনী ফরমে স্থানীয় দুজন প্রস্তাব ও সমর্থন করেছেন।
আরও জানা গেছে, পূর্বের দুই নির্বাচনে নিজেই ভ্যান চালিয়ে মাইকিং করে নিজের প্রচার কাজ করেছেন। এবার মাইকিং না করলেও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে তাঁর লাটিম প্রতীকের পোস্টার দিয়ে ভোট চেয়েছেন।
হলফনামায় জালাল উদ্দীন উল্লেখ করেন, তিনি ১৯৮৭ সালে এসএসসি পাশ করেছেন। তাঁর তিন স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে বলেও উল্লেখ করেন।
নির্বাচন প্রসঙ্গে জালাল বলেন, ‘এবার আমি তৃতীয়বারের মতো নির্বাচন করছি। নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী না থাকায় আমি দাঁড়িয়েছি। ভোটাররা বোঝে না বলে অযোগ্য মানুষকে প্রতিনিধি নির্বাচিত করেন।’ তবে একদিন মানুষের মধ্যে সঠিক বুঝ আসবে বলে বিশ্বাস তাঁর।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪