Ajker Patrika

মায়ের কোল ফিরে পেল শিশু আব্দুল্লাহ

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২২, ১২: ৪৯
মায়ের কোল ফিরে পেল শিশু আব্দুল্লাহ

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা-পুলিশের তৎপরতায় মায়ের কোলে ফিরে এল অবুঝ শিশু আব্দুল্লাহ। মাদকাসক্ত বাবা ইমরান হোসেন নেশার টাকা জোগাড় করতে না পেরে দেড় বছরের শিশু আব্দুল্লাহকে বিক্রি করে দেন এক নিঃসন্তান দম্পতির কাছে। পরে শিশুর মা বিষয়টি মতলব দক্ষিণ থানায় জানালে তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধারে পদক্ষেপ নেয় পুলিশ। গত সোমবার রাতে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ।

জানা গেছে, মতলব পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাবুরপাড়া গ্রামের প্রধানীয়া বাড়ির বাসিন্দা ইমরান হোসেন। ৪ জুন শিশুটিকে ২০ হাজার টাকায় বিক্রি করে দেন মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে রুমা আক্তারের কাছে। শিশুর মা লামিয়া বেগম বিষয়টি মতলব দক্ষিণ থানায় জানান।

পরে পুলিশ অভিযান চালিয়ে মতলব উত্তর উপজেলার চর লক্ষ্মীপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়।

স্ত্রী-সন্তানের তেমন খোঁজখবর রাখেন না ইমরান হোসেন। তাই তাঁর স্ত্রী ভিক্ষাবৃত্তি করে সংসার চালান। ঘটনার পর থেকে ইমরান পলাতক রয়েছেন।

মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, ইমরান হোসেন মাদকের টাকা জোগাড় করতে সন্তানকে ২০ হাজার টাকায় বিক্রি করে দেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, লামিয়া বেগম থানায় এসে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে পুলিশ তাঁর সন্তানকে খুঁজতে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পরে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরলক্ষ্মীপুর থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত