Ajker Patrika

নৌকা-স্বতন্ত্রের লড়াইয়ের আশা

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা)
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৩: ৫৪
নৌকা-স্বতন্ত্রের লড়াইয়ের আশা

মাগুরার শ্রীপুরে ২৬ ডিসেম্বর ৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। দিন যতই যাচ্ছে প্রার্থীদের নির্বাচনী প্রচার ততই বাড়ছে। অধিকাংশ ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে নৌকার প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

শীত উপেক্ষা করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকেরা পুরো নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। নানা কৌশলে ভোট প্রার্থনা করেছেন তাঁরা। এবারের নির্বাচনে বিরোধী দল বিএনপিসহ অন্য অনেক দল অংশগ্রহণ না করায় ৬টি ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রতীকের বিরুদ্ধে দলের বিদ্রোহীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১টি ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা হবে দলীয় প্রার্থীদের সঙ্গে বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এ ছাড়া অপর ইউপিতে দলীয় প্রতীকের বিরুদ্ধে শ্রীপুর প্রেসক্লাবের সাংবাদিক স্বতন্ত্র প্রার্থী মূল ভোট যুদ্ধের প্রতিদ্বন্দ্বিতা হবে।

১ নম্বর গয়েশপুর ইউপিতে ৩ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আবদুল হালিম মোল্যা (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী ইউসুফ আলী মণ্ডলের (আনারস) মধ্যে।

২ নম্বর আমলসার ইউপিতে ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া হোসেন সাচ্ছু (ঘোড়া) মধ্যে।

৩ নম্বর শ্রীকোল ইউপিতে ৪ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী তারিকুল ইসলাম (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন মিয়ার ছেলে সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি (আনারস) মধ্যে। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, জনপ্রিয়তার দিক থেকে স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি সুবিধাজনক অবস্থানে রয়েছে।

৪ নম্বর শ্রীপুর ইউপিতে ২ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মসিয়ার রহমান (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগ নেতা তৈয়বুর রহমানের (আনারস) মধ্যে।

৫ নম্বর দারিয়াপুর ইউপিতে ৪ জন চেয়ারম্যান প্রার্থী থাকলেও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন কানন (ঘোড়া) গত মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় ঘোষণা দেন। এই ইউনিয়নে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সবুর (নৌকা) স্বতন্ত্র প্রার্থী মহিদুল আলম মহিতের (আনারস) মধ্যে।

৬ নম্বর কাদিরপাড়া ইউপিতে ৩ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান লিয়াকত বিশ্বাস (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আয়ুব হোসেন খানের (আনারস) মধ্যে। ইউপির সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী আয়ুব হোসেন খান শক্ত অবস্থানে রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে স্বতন্ত্র প্রার্থী আয়ুব হোসেন খান বিপুল ভোটে জয়লাভ করবেন।

৭ নম্বর সব্দালপুর ইউপিতে ২ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পান্না বেগম (নৌকা) স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান নুরুল মোল্যার ছেলে আশরাফুল ইসলাম সুহাশের (আনারস) মধ্যে।

৮ নম্বর নাকোল ইউপিতে ৩ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিত (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়ার (আনারস) মধ্যে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত