Ajker Patrika

বাগেরহাটের শ্রেষ্ঠ ওসি সোমেন দাশ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৯: ৫৪
বাগেরহাটের শ্রেষ্ঠ ওসি সোমেন দাশ

বাগেরহাট জেলার নয় থানার মধ্যে গত তিন মাসে (আগস্ট-অক্টোবর) শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশ। পুলিশ লাইন ড্রিল শেডে গত শুক্রবার মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।

কল্যাণ সভার সভাপতি ও পুলিশ সুপার কে এম আরিফুল হক তাঁর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাহামুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (মোরেলগঞ্জ সার্কেল) সোনিয়া পারভীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মো. আফিস ইকবাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) মো. ছয়রুদ্দিন আহম্মেদসহ সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ফাঁড়ি ও ক্যাম্পের আইসিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, ‘জেলার নয়টি থানার মধ্যে তার সামগ্রিক কর্মতৎপরতায় মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ শ্রেষ্ঠ হয়েছেন।

এই সম্মাননার মধ্য দিয়ে তাঁর আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে বলে আশা করি। পাশাপাশি মোল্লাহাটের জনগণ আরও ভালো সেবা পাবে।,

মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ বলেন, ‘এ পুরস্কার আমাকে ভবিষ্যতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত