Ajker Patrika

দুটি বিষধর রাসেল ভাইপার মারার অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৬: ০১
দুটি বিষধর রাসেল ভাইপার মারার অভিযোগ

রাজবাড়ীর পাংশায় পদ্মার চরে দুটি রাসেল ভাইপার সাপ পিটিয়ে মারা হয়েছে। সাপ দুটির দৈর্ঘ্য ছিল প্রায় চার ফুট। গত শনিবার দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পদ্মার চরে আখখেতে দেখতে পেয়ে স্থানীয়রা সাপ দুটি পিটিয়ে মেরে ফেলেন। পরে চরে পুতে রাখা হয়। এ ঘটনায় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সুজন হোসেন বলেন, সে আখমাড়াইয়ের খোলায় কাজ করছিলেন। এমন সময় পাশে দুটি ছেলে সাপ সাপ বলে চিৎকার করে। পরে তিনিসহ কয়েকজন গিয়ে দুটি সাপ দেখেন। তাৎক্ষণিক লাঠি দিয়ে সাপ দুটি পিটিয়ে মেরে ফেলেন। পরে মাটিতে পুতে রাখা হয়।

শরিফুল ইসলাম বলেন, এই ধরনের সাপ আগে কখনো দেখেননি। তবে সাপ দুটি রাসেল ভাইপার এটা নিশ্চিত হয়েছেন। করণ বিভিন্ন সময়ে টেলিভিশন বা পত্রিকায় সাপের ছবি দেখেছেন। পদ্মাপাড়ের বাসিন্দারা এখন সাপ আতঙ্কে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, এ বিষয়ে তিনি কোনো খবর পাননি। তবে ওই এলাকার মানুষকে সচেতন করতে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত