Ajker Patrika

‘হাতিরঝিলের দূষিত পানিতে লোহাও গলে যাবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৩: ৩০
‘হাতিরঝিলের দূষিত পানিতে লোহাও   গলে যাবে’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ঢাকা শহরে হাতিরঝিল একটা আদর্শ জলাধার। তবে দুর্ভাগ্যবশত এটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। হাতিরঝিলের পানি এত দূষিত যে এখানে মাছ তো বাঁচবে না, লোহা দিলেও তা গলে যাবে।

গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ‘নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) সেক্টরের পঞ্চাশ বছরের অর্জন ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ওয়াটারএইড অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে।

তাজুল ইসলাম বলেন, ‘হাতিরঝিল এভাবে চলতে পারে না। এই বিষয়ে শিগগির আমরা বসব। যার যে কাজ করার পারদর্শিতা রয়েছে, তাকে সেই কাজ দিতে হবে। আপনিও সব কাজের জন্য যোগ্য না, তেমনি আমিও সব কাজের যোগ্য না। সবকিছু আমার অধীনে থাকতে হবে, আবার আমি কোনোটাই করব না। এই ধরনের মানসিকতা পরিবর্তন করতে হবে।’

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার গোল ঠিক করেছেন। এ লক্ষ্যে নকশাও তৈরি করা হয়েছে। জাতিসংঘ বাংলাদেশের সাফল্যকে অনেক গুরুত্বের সঙ্গে ফোকাস করেছে। আজকে দেশের ৯৮ শতাংশ নিরাপদ পানির আওতায় নিয়ে আসা হয়েছে। গ্রাম ও শহরের বৈষম্য দূর করা হয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘খালগুলোকে সিটি করপোরেশনের অধীনে দেওয়া হয়েছে। এতে এগুলো দখলমুক্ত করার কাজ অনেকটাই সহজ হয়েছে। আমি বিশ্বাস করি, ঢাকার দুই সিটির মেয়র খুবই যোগ্য। জায়গা দখলমুক্ত করতে গিয়ে বিভিন্ন সরকারকে অনেক কোম্পানির কাছে মাথা নত করে চলে আসতে হয়েছে। অথচ (ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র) আতিক এবং (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র) তাপস সাহেব সাহস করে দেখিয়েছেন কীভাবে জায়গা দখলমুক্ত করতে হয়। এমন সাহস যাদের আছে, তাঁদের দ্বারাই আসলে কাজ করা সম্ভব।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ, ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত