Ajker Patrika

জামালপুরে বাসচালককে মারধর, সড়ক অবরোধ

জামালপুর প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১২: ৩০
জামালপুরে বাসচালককে মারধর, সড়ক অবরোধ

জামালপুর শহরে র‍্যাবের গাড়িকে সাইড দিতে বিলম্ব করায় বাস চালককে মারধরের অভিযোগে সড়ক অবরোধ করেছেন বাসশ্রমিকেরা। গত বুধবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান।

পরিবহন শ্রমিকদের অভিযোগ, বিকেল ৫টার দিকে বাসস্ট্যান্ড থেকে একটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্যে সড়কে উঠান চালক সজিব মিয়া। এ সময় র‍্যাবের একটি গাড়িকে ওই বাসটি সাইড দিতে বিলম্ব করে। পরে দুজন র‍্যাব সদস্য ওই বাসে উঠে চালক সজিব, শ্রমিক জালাল মিয়া ও অন্য আরেক গাড়ির চালক মানিক মিয়াকে মারধর করে চলে যান। এতে পরিবহন শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় বাস উঠিয়ে সড়ক অবরোধ করে। শ্রমিকেরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে আড়াআড়ি করে বাস রেখে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

এ সময় সড়কের দুই পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে সেখানে পুলিশসহ স্থানীয় প্রশাসনের লোকজন চলে আসে। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় শ্রমিকেরা।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান বলেন, ‘গাড়ির সাইড দেওয়াকে কেন্দ্রে করে দুজন র‍্যাব সদস্য চালককে মারধর করেছে এমন অভিযোগ করছেন শ্রমিকেরা। এই ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখে। বিষয়টি নিয়ে আমরা পরিবহনের শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেছি। শুক্রবার বেলা ১১টায় উভয় পক্ষকে নিয়ে আলোচনা করে, একটি সঠিক সমাধান করা হবে। এই আশ্বাসে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে। প্রশাসনের আশ্বাসের পর শ্রমিকেরা অবরোধ তুলে নেওয়ার পর ফের যান চলাচল স্বাভাবিক হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত