Ajker Patrika

আমনের বাম্পার ফলনে খুশি চাষি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৬: ৩৭
আমনের বাম্পার ফলনে খুশি চাষি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আমন ধান পাকতে শুরু করেছে। ধান ঘরে তুলতে কৃষকদের ব্যস্ততা বেড়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ইতিমধ্যে লোহাগাড়ার ৫ শতাংশ জমির আমন কাটা হয়ে গেছে। তারা বলছে, এবারও আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা আছে।

এক সূত্রে জানা গেছে, লোহাগাড়ায় এবার ১১ হাজার ৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। চাষ হয়েছে ১১ হাজার ৩৬ হেক্টর জমিতে। গত বছর আমন চাষ হয়েছিল ১০ হাজার ৮২০ হেক্টরে।

উপজেলার আধুনগর এলাকার কৃষক জিয়াউল ইসলাম জানান, তিনি এবার উফশী জাতের ব্রি ধান-৮৭ চাষ করেছেন। ভালো ফলন হয়েছে। তাঁর জমি থেকে ৬ দশমিক ১৬ মেট্রিক টন ধান এবং ধান থেকে ৪ দশমিক ৭ মেট্রিক টন চাল হবে। এমনটি কৃষি বিভাগ তাঁর জমির নমুনা ধান কর্তন করে হিসাব করেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, উপজেলার ৯ ইউনিয়নে আমনের চাষ হয়েছে। এবার উফশী জাতের আমন চাষ বেশি হয়েছে। গত কয়েক বছরের চেয়ে এবার ফলন ভালো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত