Ajker Patrika

মাকে হত্যার অভিযোগে ছেলে আটক

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৩: ২২
মাকে হত্যার অভিযোগে ছেলে আটক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মনোয়ারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা খুন হয়েছেন। গতকাল বুধবার ভোররাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ালী গ্রামের দেওয়ান বাড়িতে এই ঘটনা ঘটে। মনোয়ারা বেগম পশ্চিম বড়ালী এলাকার মৃত কাশেম আলীর স্ত্রী। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মনোয়ারা বেগমের ছেলে মমিনকে (৪২) আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ালী গ্রামের দেওয়ান বাড়িতে গতকাল ভোররাতে মনোয়ারা বেগমকে তাঁর একমাত্র ছেলে দা দিয়ে কুপিয়ে খুন করেন। এরপর থেকে অন্য গ্রামে পালিয়ে যান মমিন। পরে সকাল ৭টার দিকে উপজেলার ভাটিরগাঁও থেকে মমিনকে আটক করে পুলিশ। তবে কি কারণে মাকে তিনি খুন করেছেন তা জানা যায়নি। পুলিশ বলছে, মমিন এর আগেও তাদের বাড়ির রূপবান নামের এক নারীকে হত্যার ঘটনায় জেল খেটেছেন।

ফরিদগঞ্জ থানার ওসি শহীদ হোসেন বলেন, গতকাল ভোররাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে বৃদ্ধার ছেলে মমিন পলাতক ছিলো। পরে গোপন সংবাদে ভিত্তিতে একই উপজেলার ভাটিরগাঁও এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ মরদেহ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত