Ajker Patrika

নৌকার কর্মীদের মারধর ভাঙচুরের প্রতিবাদ

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২: ৪১
নৌকার কর্মীদের মারধর ভাঙচুরের প্রতিবাদ

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজান চৌধুরীর কর্মীরা নৌকার কর্মী সমর্থকদের মারধর, নির্বাচনী অফিস ও দোকানঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।

গতকাল রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আবদুল মোতালেব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ধুলিহর গ্রামের মৃত আনার মাস্টারের পুত্র ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দীন।

এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিজান চৌধুরী জয়লাভ করেন। নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর নবনির্বাচিত চেয়ারম্যান মিজান চৌধুরীর সন্ত্রাসী বাহিনীর সদস্যরা এলাকায় নৌকার কর্মী-সমর্থকদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট শুরু করেন।

তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা প্রকাশ্যে অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছেন। যারা নৌকার পক্ষে কাজ করেছেন তাঁদের খুঁজে খুঁজে বের করে এলাকা ছাড়তে হুমকি দিচ্ছেন। অনেকের বাড়ির সামনে গিয়ে লাঠি সোটা নিয়ে তাঁদেরও হুমকি-ধমকি দিচ্ছেন।

তার বাহিনীর সদস্যরা ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের প্রকাশ্যে খুন জখমের হুমকি দিয়ে গৃহবন্দী করে রেখেছেন। তার বাহিনীর দাপটে ইউনিয়ন যুবলীগের সভাপতি আজহারুল বাড়ি থেকে বের হতে পারছেন না।

তার বাহিনীর তাণ্ডবে এলাকার আওয়ামী লীগের নেতা–কর্মীসহ সাধারণ মানুষ এক রকম জিম্মি হয়ে পড়েছেন। ইতিমধ্যে বাড়ি ছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছেন ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি বাবলুর রহমান। এ ছাড়া আওয়ামী লীগের আরও অনেক নেতা-কর্মী তাঁদের ভয়ে আত্মগোপনে রয়েছেন।

তিনি আরও বলেন, ‘মিজান চৌধুরীর বাহিনীর নেতা মাহমুদ হাসান বাবলু, বিপ্লব, সাদ্দাম হোসেন, আবুল কাশেম, ইদ্রিস আলী, রাজ্জাক, ফজলু, জাহিদ, আজমল, আনারুলসহ ৪০/৫০ জনের একটি বাহিনী গত ১৩ নভেম্বর সন্ধ্যায় ১নম্বর ওয়ার্ডের বড়দল গ্রামের ভাগ্যের বাড়ির মোড়ে অবস্থিত ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় এবং যুবলীগ সেক্রেটারির বাবলুর রহমানের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন।’

সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে অবিলম্বে মিজান চৌধুরী ও তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আওয়ামী লীগ নেতা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে জানতে নবনির্বাচিত চেয়ারম্যান মিজান চৌধুরীর মোবাইল ফোনে বারবার ফোন দিলেও তাঁর ফোনটি রিসিভ হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত