Ajker Patrika

ফেনসিডিল ইয়াবাসহ গ্রেপ্তার ২

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৫: ৩৫
ফেনসিডিল ইয়াবাসহ গ্রেপ্তার ২

চৌদ্দগ্রাম থানা-পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার ৪০০টি ইয়াবা বড়ি এবং ১০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে ও গতকাল মঙ্গলবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন নাঙ্গলকোট উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা সাগর এবং চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের বাসিন্দা মো. মাসুম।

তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা। তিনি জানান, উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ডাকরা এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৪০০টি ইয়াবা বড়িসহ সাগরকে গ্রেপ্তার করা হয়। নোয়াবাজার এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ মো. মাসুমকে গ্রেপ্তার করা হয়। তাঁদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত