Ajker Patrika

বয়স্কদের জন্য গুল শিশুদের চকলেট

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৯: ০৪
বয়স্কদের জন্য গুল শিশুদের চকলেট

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে নড়াইলের কালিয়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। মিছিল ও সভা-সমাবেশসহ বাড়ি বাড়ি ভোট চেয়ে চলেছেন প্রার্থী ও তাঁদের সমর্থকেরা।

কাক-ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রচারণা। একই সঙ্গে চলছে নানা প্রতিশ্রুতি ও উপঢৌকন বিতরণের কাজ। উপঢৌকন গুলোর মধ্যে স্থানীয় মানুষের নজর কেড়েছে গুল ও চকলেট বিতরণের বিষয়টি।

নির্বাচনী প্রচারে পিছিয়ে নেই নারীরাও। প্রার্থীর সমর্থক নারীরা দল বেঁধে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চষে বেড়াচ্ছে নির্বাচনী মাঠ। পছন্দের প্রার্থীর পক্ষে সমর্থন আদায়ে পুরুষের পাশাপাশি তারাও সমান তালে এগিয়ে চলেছে। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নারী সমর্থকেরা ভোটারদের মন জয় করতে বয়স্কদের জন্য গুলের কৌটা ও শিশুদের জন্য চকলেট বিতরণ করে সমর্থন আদায়ের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় ভোটাররা জানিয়েছেন, গত বারের তুলনায় এবারের নির্বাচনের উৎসবের আমেজ ভিন্নতা পেয়েছে নারী সমর্থকেরা মাঠে নামার কারণে। গুল ও চকলেট নিয়ে প্রচারে নেমে নারীরা বেশ চমক সৃষ্টি করেছে। এতে করে নারী ভোটাররাও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন। গুল ও চকলেটের বেচা-বিক্রিও বেড়েছে বহু গুনে।

কয়েকজন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা জানিয়েছেন, বর্তমানে ভোটাররা অতীতের তুলনায় অনেক সচেতন। কাজেই ভোট দেওয়াসহ প্রার্থী বাছাইয়ের অধিকার নারীদেরও রয়েছে। তাই নারী সমর্থকেরা এবার ভোট ও সমর্থন আদায়ের জন্য বাড়ি বাড়ি ভোটারদের সমর্থন আদায়ে কাজ করে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত