Ajker Patrika

কৃষকের কলাবাগান শত্রুতার বলি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১০: ০৯
কৃষকের কলাবাগান শত্রুতার বলি

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে একটি কলাবাগান সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষরা। বাগানের চারদিকে লাগানো তিন শতাধিক ইউক্যালিপটাসগাছও কেটে গায়েব করে দেওয়া হয়েছে।

এ ঘটনায় গত রোববার রাতে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মান্দা থানার অভিযোগ করেছেন ভুক্তভোগী সাইফুল ইসলাম। শনিবার রাতে উপজেলার কামারকুড়ি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম জানান, উপজেলার কামারকুড়ি মৌজায় পারিবারিক সূত্রে পাওয়া জিনারপুর গ্রামের গিয়াস উদ্দিন গংদের ভোগদখল করা ২২ শতক জমি তিনি ও তাঁর ভাই শফিকুল ইসলাম কিনে নেন। ওই জমিতে তাঁরা কলাবাগানসহ চারদিকে তিন শতাধিক ইউক্যালিপটাসগাছের চারা রোপণ করেন। শনিবার রাতে সব কলাগাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা।

কৃষক সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, জমি কেনার পর থেকেই বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল কামারকুড়ি গ্রামের আল মামুন, পটলু ও শিহাব। এরই জের ধরে রাতে তাঁর কলাবাগান কেটে ফেলেছে প্রতিপক্ষরা। এতে অন্তত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

মণ্ডলপাড়া গ্রামের কৃষক রেজাউল ইসলাম বলেন, অল্প দিনেই গাছগুলোতে কলা আসত। এ অবস্থায় কলাগাছ কেটে সাইফুল ইসলামের অনেক ক্ষতি করা হয়েছে।

তবে অভিযুক্ত আল মামুন বলেন, ‘জমি নিয়ে সাইফুল ইসলামের সঙ্গে বিরোধ চলছে। তাই বলে আমরা কলাগাছ কেটেছি এটি সঠিক নয়।’

মান্দা থানার উপপরিদর্শক জান্নাতুন ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে সাইফুল ইসলাম নামে কৃষক থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে কড়াকড়ি

গ্রেপ্তার হয়ে অবাক ডন, বললেন—‘স্যার আমাকে কীভাবে গ্রেপ্তার করলেন’

সুদানে ‘গণহত্যা’য় আরব আমিরাতের গোপন তৎপরতা ও কলম্বিয়ার ভাড়াটে সেনা

অবশেষে নতুন ঠিকানায় ১০০ সাজাপ্রাপ্ত বন্দী

ইসরায়েলকে খুশি করতে সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের প্রতিবেদন ‘দুর্বল’ করে বাইডেন প্রশাসন

এলাকার খবর
Loading...