Ajker Patrika

ইপিজেডের দাবিতে গণসমাবেশ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৭: ৩৫
ইপিজেডের দাবিতে গণসমাবেশ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাঁকোয়া ব্রিজ এলাকায় এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন ইপিজেড বাস্তবায়ন মঞ্চের আহবায়ক হাজী একরাম হোসেন বাদল।

বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, জেলা জাসদের সভাপতি গোলাম ফারুক মনা, জেলা সিপিবি নেতা মিহির ঘোষ, জেলা সামাজিক সংগ্রাম পরিষদের সদস্যসচিব জাহাঙ্গীর কবির তনু প্রমুখ।

বক্তারা বলেন, পলাশবাড়ীর সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড নির্মিত হলে রাজপথ, রেলপথ, নৌপথ, হেলিপ্যাড কাছাকাছি হওয়ায় বিনিয়োগকারী ব্যক্তি-প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহী হবে। স্থানটি জেলার মধ্যবর্তী স্থানে হওয়ায় গাইবান্ধা সদরসহ সাত উপজেলার কর্মজীবী মানুষসহ আশপাশের জেলার মানুষ ইপিজেড এলাকায় সহজে যোগাযোগ করতে পারবেন। সে লক্ষ্যে গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় ফসলি জমিতে ইপিজেড স্থাপন না করে পলাশবাড়ীর ঢোলভাঙ্গা সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড বাস্তবায়নের দাবি জানান তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত