Ajker Patrika

ঈদের গানবাজনা

আপডেট : ০৮ জুলাই ২০২২, ০৯: ০৭
ঈদের গানবাজনা

এবার ঈদে সংগীতা, সাউন্ডটেক, জি-সিরিজ, লেজার ভিশন, সিএমভি, গানচিল, ধ্রুব মিউজিক স্টেশন, অনুপম মিউজিক, সিডি চয়েস, ঈগল মিউজিক, সুরঞ্জলি, মাই সাউন্ড, আরটিভি মিউজিক, বাংলা ঢোল, আর্ব মিউজিক থেকে শুরু করে প্রায় প্রতিটি অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান প্রকাশ করছে ভিন্ন ভিন্ন ধাঁচের গান ও ভিডিও। এর বাইরেও বেশ কয়েকজন শিল্পী ও সুরকার তাঁদের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করছেন ঈদের গান।

২১ বছর পর নন্দিত সুরকার প্রিন্স মাহমুদের সুরে ‘সাতেপাঁচে’ শিরোনামের একটি গান করেছেন ব্যান্ড তারকা মাকসুদ, যা প্রকাশ পাচ্ছে জি-সিরিজ থেকে। একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরও প্রকাশ পাচ্ছে আগুন ও শিমলার দ্বৈত গান ‘কবে তুমি আসবে’। তরুণ শিল্পী সালেহ বিশ্বাসের একাধিক গানের ভিডিও প্রকাশ পাবে এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। জি-সিরিজের ব্যানারে প্রকাশ পাবে রাহিদা লগ্নার ‘জল’। লগ্নার কণ্ঠে এই গানের কথা ও সুর তাপস চৌধুরীর।

এই ঈদে আইপিডিসি আমাদের গান-এর আয়োজনে থাকছে মৈমনসিংহ গীতিকা থেকে ‘নয়া বাড়ি লইয়া রে বাইদ্যা’। পার্থ বড়ুয়ার সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ।

সাব্বির নাসির প্রকাশ করছেন ‘মন খারাপের দিন’। তরুণ মুন্সীর সুর ও সংগীতে গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান।

লিজা ও আসিফরঙ্গন মিউজিক থেকে শিল্পী ইমরান মাহমুদুল প্রকাশ করছেন তাঁর নতুন একক গান ‘ঘুম ঘুম চোখে’। পাশাপাশি সাউন্ডটেক প্রকাশ করছে ইমরান ও টিনা রাসেলের গাওয়া ‘ইচ্ছে হলেই দিয়ো’ শিরোনামের দ্বৈত গান। সাউন্ডটেক আরও প্রকাশ করছে ডলি সায়ন্তনীর গাওয়া ফোক গান ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, মমতাজের ‘বড় ভাব লাগাইয়া গেলা’সহ বেশ কিছু গান।

আঁখি আলমগীর প্রকাশ করছেন নতুন একক গান ‘পিয়া গিয়েছে দুবাই’। এটি প্রকাশ পাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন থেকে। একই প্রকাশনা প্রতিষ্ঠানের ঈদ আয়োজনে আরও থাকছে মিলন মাহমুদের একক ‘মনের মানুষ’, লুৎফর হাসান ও আফরোজ রূপার দ্বৈত গান ‘যদি বৃষ্টি নামে’সহ আরও বেশ কিছু গানের অডিও-ভিডিও।

কবীর সুমনের সুরে লিজার সঙ্গে গাওয়া আসিফের দ্বৈত গান ‘ফেরে না হারানো দিনগুলো’র ভিডিও প্রকাশ পাচ্ছে এবার ঈদে। হৃদয় খান এরই মধ্যে তাঁর চ্যানেলে প্রকাশ করেছেন সুজন আরিফের নতুন গান ‘শোনো এই কথা’। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হৃদয় খান। শিল্পী ও সুরকার আরেফিন রুমির তিনটি একক গান ‘প্রেমের হরফে’, ‘সাত জনমের ভালোবাসা’ ও ‘খুব আদরে’ প্রকাশ পাচ্ছে সিডি চয়েস থেকে। শিল্পী মাহতিম সাকিবের নতুন একক গান ‘তোমার আমার স্বপ্নগুলো’র ভিডিও প্রকাশ করেছে গানচিল মিউজিক।

আঁখি আলমগীরসুরকার ও সংগীত পরিচালক শওকাত তাঁর নিজস্ব চ্যানেলে প্রকাশ করেছেন সারেগামাপা তারকা নোবেলের নতুন একক গান। ব্যান্ড অ্যাশেজ প্রকাশ করছে তাদের নতুন গান ‘বুড়িগঙ্গা’।

কেশব রায় চৌধুরী প্রকাশ করছেন মৌলিক গান ‘সকাল-সন্ধ্যা-রাত’। রোমান্টিক ধাঁচের এই গানের কথা ও সুর আহমেদ রিজভীর, সংগীতায়োজন করেছেন কিশোর দাশ। গানটির বিশেষ অংশে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। প্রকাশ হবে ‘অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...