Ajker Patrika

হাতিয়ায় সরকারি জায়গায় নির্মিত দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২২, ১৪: ২০
হাতিয়ায় সরকারি জায়গায় নির্মিত দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সরকারি জায়গায় নির্মিত দোকান গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চরকিং ইউনিয়নের পুকুর পাড় এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) বায়েজীদ বিন আখন্দের নেতৃত্বে একটি দল এই উচ্ছেদ অভিযান চালায়।

জানা গেছে, ইউনিয়নের ওই পুকুরটি সরকারি খাস সম্পত্তি। দীর্ঘদিন ধরে সরকার এটি ইজারা দিয়ে আসছে। কয়েক দিন আগে এই পুকুর পাড়ে মো. তৈয়ব নামে একজন একটি ঘর নির্মাণ করে তাতে চায়ের দোকান দেন। গত বছরও সেখানে দুটি দোকান নির্মাণ করা হয়েছিল।

কয়েকবার এসব দোকানের মালিকদের নোটিশ দেওয়ার পরও আমলে নেননি তাঁরা। সর্বশেষ গত সপ্তাহে এলাকার অন্য একজন একই জায়গায় নতুন করে ঘর নির্মাণ করতে গেলে ভেঙে দেয় প্রশাসন। সেই সময় আগে দখলে থাকা দোকানের মালিকদের এক সপ্তাহের মধ্যে এসব দোকান ঘর সরিয়ে নেওয়ার জন্য বলা হয়। কিন্তু তাঁরা এই নির্দেশ অমান্য করেন।

এদিকে গতকাল সকালে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে থানা-পুলিশের একটি টিম গিয়ে সেই দোকান দুটি উচ্ছেদ করে। এ সময় ভূমি অফিসের লোকজন দোকান ঘরের বেড়া-চালা খোলে নিয়ে আসেন। উচ্ছেদের সংবাদ পেয়ে আগেই দোকানের মালিক দুজনই মালামাল নিয়ে পালিয়ে যান।

এ ছাড়া হাতিয়ার বিভিন্ন অঞ্চলে বিশেষ করে বেড়ি বাঁধের ওপর একটি গ্রুপ সরকারি জায়গায় ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছে। কিছু কিছু জায়গা ভূমি অফিসের লোকজনের সহযোগিতায় বন্দোবস্ত নিয়ে ভোগদখল করছেন তাঁরা।

এ ব্যাপারে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বায়েজীদ বিন আখন্দ বলেন, চরকিং ইউনিয়নের সরকারি জায়গায় নির্মাণ করা দুটি ঘর ভেঙে দেওয়া হয়েছে। হাতিয়া বিভিন্ন অঞ্চলে সরকারি জায়গায় যে সব ঘর নির্মাণ করা হয়েছে, পর্যায়ক্রমে সবগুলো উচ্ছেদ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত