Ajker Patrika

সাভারে আগেভাগে সংসদ নির্বাচনের হাওয়া

অরূপ রায়, সাভার
আপডেট : ১৯ মে ২০২২, ০৯: ১৫
সাভারে আগেভাগে সংসদ নির্বাচনের হাওয়া

সাভারে জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা গণসংযোগে নেমে পড়েছেন। নির্বাচনী এলাকায় যাচ্ছেন, ভোটারদের কাছে ভোট চাচ্ছেন প্রার্থীরা। কাছে টানার চেষ্টা করছেন দলের নেতা-কর্মীদের।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। সেই অনুযায়ী আগামী বছরের শেষ দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ কারণে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন প্রার্থীরা।

জানা গেছে, প্রচারের অংশ হিসেবে বর্তমান সাংসদ এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান গণসংযোগ শুরু করেছেন। আগামী নির্বাচনের ভোটও চাচ্ছেন তিনি।

বসে নেই সাবেক সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ। গত আট বছর ভোটের মাঠে দেখা না গেলেও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদানের মধ্য দিয়ে উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছেন তিনি।

সম্প্রতি তালুকদার তৌহিদ জং মুরাদকে সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দারের ছেলের বিয়ের অনুষ্ঠানে দেখা যায়। ওই অনুষ্ঠানে তাঁর অনুসারী নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

এর পরপরই গত সোমবার এনামুর রহমান যান আলী হায়দারের গ্রামের বাড়ি আশুলিয়ার রোস্তমপুরে। নেতা-কর্মীদের নিয়ে আলী হায়দারের বাড়িতে দুপুরে খাবার খান তিনি। এর আগে এলাকাবাসীদের কাছে ভোট চান।

দলের স্থানীয় একাধিক নেতা জানান, আলী হায়দার সাবেক সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। এ জন্য দলীয় পদ হারান তিনি। প্রতিশ্রুতি দেওয়ার পরেও গত উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি তিনি। তাঁর বাড়িতে হামলার ঘটনাও ঘটে। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে বর্তমান সাংসদ তাঁকে কাছে টানার চেষ্টা করেন।

এ বিষয়ে জানতে চাইলে আলী হায়দার বলেন, ‘এ দেশে নেতা ও ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ভাগ্যেরও পরিবর্তন ঘটে। আমার ভাগ্যেও তাই ঘটেছে। তার পরেও দল থেকে তো বহিষ্কৃত হইনি। সাংসদ এনামুর রহমান গত সোমবার আমার এলাকায় গণসংযোগে আসেন। দলের নেতা হিসেবে আমি তাঁকে সহায়তা করেছি।’

নির্বাচনী তফসিল ঘোষণার আগেই প্রচারের বিষয়ে আলী হায়দার বলেন, ‘দলীয়প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে প্রচারে নেমেছেন।’

তবে এনামুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করতে বলেছেন। এ জন্য গণসংযোগ শুরু করেছি।’

এ বিষয়ে তালুকদার তৌহিদ জং মুরাদ বলেন, ‘রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। দলীয় মনোনয়ন পেয়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে আমি জয়ী হয়েছিলাম। পরে দল যাকে যোগ্য মনে করেছে, তাঁকে মনোনয়ন দিয়েছে। এ নিয়ে গত আট বছরে আমার কোনো প্রতিক্রিয়া ছিল না। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার চেষ্টা করছি। আপাতত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাচ্ছি। নেতা-কর্মীদের সাড়া পাচ্ছি। দল মনোনয়ন দিলে নির্বাচন করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত