Ajker Patrika

পদ্মা সেতু গানে গানে

আপডেট : ১৫ জুন ২০২২, ১৪: ০৪
পদ্মা সেতু গানে গানে

আর কিছুদিন পরেই খুলছে স্বপ্নের পদ্মা সেতু। ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এ সেতুর উদ্বোধন উপলক্ষে চলছে নানা আয়োজন। একাধিক গানও তৈরি হয়েছে পদ্মা সেতু নিয়ে। দেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা কণ্ঠ দিয়েছেন এসব গানে।

শনিবার পদ্মা সেতু এলাকায় শুটিং করে এলেন সংগীতশিল্পী আঁখি আলমগীর, রাজীব, ঝিলিক, সাব্বির, কিশোর ও কোনাল। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ‘পদ্মা সেতুর বিজয়গাথা ইতিহাসে বিস্ময়/ শেখ হাসিনা দেখিয়ে দিলেন/ কেমন করে এগিয়ে যেতে হয়’—এমন কথার গানে কণ্ঠ দিয়েছেন তাঁরা। সেটার দৃশ্যধারণে অংশ নিতেই পদ্মার তীরে গিয়েছিলেন শিল্পীরা।

আঁখি আলমগীর বলেন, ‘পদ্মা সেতু একটি স্বপ্নের নাম। স্বপ্ন এখন বাস্তব হয়ে ধরা দিয়েছে। এ সেতুর সঙ্গে জড়িয়ে আছে সবার আবেগ-অনুভূতি। গর্বের এ সেতু নিয়ে গানটি করে ভালো লেগেছে।’

মোকাম আলী খানের কথায় গানটির সুর-সংগীত করেছেন মিল্টন খন্দকার। ভিডিওর নির্দেশনা দিয়েছেন মাহবুবা ফেরদৌস। ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে গানটি প্রচারিত হবে বিটিভিতে।

পদ্মা সেতু নিয়ে তৈরি আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন দেশের বরেণ্য ১০ সংগীতশিল্পী। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি গানটি গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, রফিকুল আলম, সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিৎ, মমতাজ বেগম, বাপ্পা মজুমদার, দিলশাদ নাহার কনা, নিশিতা বড়ুয়া, ইমরান মাহমুদুল ও কিশোর দাস। ‘তুমি অবিচল দৃঢ়প্রতিজ্ঞ, তুমি ধূমকেতু / বঙ্গবন্ধু দিয়েছেন দেশ তুমি দিলে পদ্মা সেতু’—এমন কথার গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন কিশোর দাস।

গানটির দৃশ্যধারণে অংশ নিতে গীতিকারসহ ১০ শিল্পী গিয়েছিলেন পদ্মা সেতুতে। আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়ার আগেই সেতুর বুকে দাঁড়িয়ে গানের কথায় ঠোঁট মিলিয়েছেন শিল্পীরা। ভিডিও নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।

সংগীত পরিচালক কিশোর দাস বলেন, ‘এর আগেও আমি বিশেষ কিছু গান তৈরির সুযোগ পেয়েছি। তবে এবারের গানটি অন্য রকম। আমাদের স্বপ্নের পদ্মা সেতু নিয়ে গান। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্বপ্নকে বাস্তবতা দিয়েছেন। গানের কথায় সেটি ফুটে উঠেছে।’ জানা গেছে, ২৫ জুন সেতু উদ্বোধনের পর থেকে দেশের সব অডিও-ভিজ্যুয়াল গণমাধ্যমে গানটি শোনা যাবে।

পদ্মা সেতু নিয়ে তৈরি আরেকটি গানে পাওয়া যাবে কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। ‘শত বাধা ষড়যন্ত্র ভয়কে করে জয়, শেখ হাসিনা প্রমাণ দিলেন সাহস কারে কয়’ এমন কথার গানটি লিখেছেন হাসান মতিউর রহমান, সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী।

গানটি নিয়ে কণ্ঠশিল্পী মমতাজ বলেন, ‘বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যে অনেক বড় একটা প্রাপ্তি হয়ে থাকবে স্বপ্নের পদ্মা সেতু। এই পদ্মা সেতু আমাদের গর্ব। পুরো জাতি এখন এই সেতু চালুর অপেক্ষায় আছে। সেতু নিয়ে এই গানটিতে কণ্ঠ দিয়ে বেশ ভালো লেগেছে।’ এ গানও তৈরি হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে।

স্বপ্নের পদ্মা সেতুর সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

ক্লোজআপ ওয়ান তারকা সালমাকেও পাওয়া যাবে পদ্মা সেতু নিয়ে তৈরি গানে। ‘সাবাস বাংলাদেশ’ নামের ওই গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন সালমা। শাহ আলম সরকারের লেখা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন রোহান রাজ। পদ্মা সেতুর উদ্বোধনের দিন গানটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন সালমা।

পদ্মা সেতু নিয়ে একাই ছয়টি গান গেয়েছেন সংগীতশিল্পী ও সুরকার আকাশ মাহমুদ। এর আগে প্রকাশ হয়েছে পদ্মা সেতু নিয়ে তাঁর গাওয়া পাঁচটি গান। ‘পদ্মা সেতুর উদ্বোধনী গান’ নামে গতকাল নতুন গানের দৃশ্য ধারণ করেছেন আকাশ। গানটি লিখেছেন ও সুর করেছেন তাঁর বাবা জাকির মাস্টার।

বিনোদনের খবর সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...