Ajker Patrika

বিচ্ছেদ চান পরীমণি, ক্ষমা চাইলেন সুনেরাহ

খায়রুল বাসার নির্ঝর
আপডেট : ০৭ জুন ২০২৩, ১৬: ৩৪
Thumbnail image

অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির কিছু ছবি ও ভিডিও ক্লিপস ফাঁস হয়। সেই বিতর্ক কিছু দূর গড়াতেই জানা যায়, রাজ ও পরীমণির দাম্পত্যজীবনে অনেক দিন ধরেই বাজছে কলহের সুর। সেটা এখন রূপ নিয়েছে বিচ্ছেদের সুরে। রাজ ও পরীমণি দুজনেই চাইছেন বিচ্ছেদ। আরও জানিয়েছেন খায়রুল বাসার নির্ঝর

গত ২৯ মে দিবাগত মধ্যরাতে শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে  কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। এতে শুধু রাজ নয়, জড়ায় আরও তিন নায়িকার নাম—সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষি। কে এই ভিডিও ছড়িয়েছে, তা এখনো জানা যায়নি। সুনেরাহ ও তিশা ফেসবুক পোস্টে ইঙ্গিত করেছেন, এই ঘটনার পেছনে পরীমণির সংশ্লিষ্টতা আছে। তবে পরীমণি এ অভিযোগ অস্বীকার করেছেন। জানিয়েছেন, এ ঘটনার কয়েক দিন আগে রাজ বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। ফলে রাজের ফোন ব্যবহার করে ভিডিও ফাঁসের কোনো প্রশ্নই আসে না।

পরীমণি চান, এ ঘটনার তদন্ত হোক। খুঁজে বের করা হোক কারা আছে এর নেপথ্যে। তিন নায়িকার উদ্দেশে তিনি বলেন, ‘মামলার হুমকি না দিয়ে মামলা করো। কে ভিডিও ফাঁস করেছে, তা তো জানতে পাঁচ মিনিট লাগবে। তবু কেন বের করা হচ্ছে না।’

এরপর পরীমণি জানান, রাজের সঙ্গে সেই তিন নায়িকার সম্পর্ক শুধু বন্ধুত্বের নয়, এর চেয়ে বেশি। এর প্রমাণও আছে তাঁর কাছে।

বিচ্ছেদের আলটিমেটাম
ভিডিও ফাঁসের ইস্যুতে রাজ-পরীমণির সম্পর্কের অবনতির বিষয়টি জোরালোভাবে সামনে এলেও তাঁদের মানসিক দ্বন্দ্ব অনেক দিনের। সম্প্রতি সংবাদমাধ্যমে পরীমণি জানিয়েছেন, অনেক দিন ধরেই তাঁদের সম্পর্ক ভালো যাচ্ছে না। একই ছাদের তলায় থাকলেও জানুয়ারি থেকে রাজ আলাদা রুমে থাকতেন। এমনকি আলাদা হওয়ার জন্য দুই মাস ধরে নিজের লাগেজ গোছাচ্ছিলেন রাজ। অবশেষে ২০ মে রাতে তিনি বাসা থেকে বেরিয়ে যান। এর পর থেকে তাঁদের মধ্যে কোনো যোগাযোগ নেই।

পরীমণি জানিয়েছেন, রাজের সঙ্গে সম্পর্ক আর রাখতে চান না তিনি। ২৪ ঘণ্টার মধ্যে রাজকে ডিভোর্স দিতে বলেছেন পরী। তিনি বলেন, ‘আমার মনে হয় না এটা কোনো সুস্থ সম্পর্ক। এ সম্পর্ক আর ঠিক হবে না। ঠিক হওয়ার হলে অনেক আগেই হতো। আমার দিক থেকে শতভাগ চেষ্টা করেছি। আমি চাই ও (রাজ) ২৪ ঘণ্টার মধ্যে আমাকে ডিভোর্স দিয়ে দিক। আমি কোনো ফেক লাইফে বাঁচতে চাই না।’

পরীমণি আরও বলেন, ‘আমি তো ওকে (রাজ) ওর মতো করেই ছেড়ে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল, একসময় সে ভুল বুঝতে পেরে ফিরে আসবে। কিন্তু ও যে সারাউন্ডিংসের মধ্যে পড়ে গেছে, সেখানে ওকে বোঝানোরও কেউ নেই। বা সে বুঝতে পারলেও তাকে টেনে ধরা হবে।’

ক্ষমা চাইলেন সুনেরাহ
ভিডিও ফাঁসের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে অভিনেত্রী সুনেরাহকে নিয়ে। সোমবার রাতে বিষয়টি নিয়ে আবারও কথা বলেন সুনেরাহ। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘যে ধরনের শব্দ আমি ব্যবহার করেছি, সেটার কারণে আমি সবার কাছে স্যরি বলতে চাই। ভিডিওটা আমি নিজেও করিনি। এখানে আসলে খারাপ কোনো উদ্দেশ্য আমার ছিল না।’

সুনেরাহ বলেন, ‘এ ঘটনায় আমার কোনো হাত নেই। অনেক আগের একটা বিষয় এখন বের হয়েছে। ওই সময়ে আমি প্রচণ্ড চঞ্চল একটা মেয়ে ছিলাম। আমার যারা ফ্রেন্ড ছিল, ওই সময়ে তাদের সঙ্গে আমি ওইভাবেই কমিউনিকেট করতাম। আমি অবশ্যই চাইব না যে, ওই সময়ে আমি যে সুনেরাহ ছিলাম, এখনো সেভাবে থাকতে। তখনকার সুনেরাহ আর এখনকার সুনেরাহর মধ্যে আকাশ-পাতাল তফাত।’

তবে পুরো ঘটনায় তাঁকে যেভাবে দোষী করা হচ্ছে, সেটা নিয়ে ক্ষোভ জানিয়েছেন সুনেরাহ। তিনি বলেন, ‘কোনো প্রমাণ ছাড়া ভিডিও ফাঁসের ঘটনায় আমাকে দোষারোপ করা হলে সেটা হবে বোকামি। আমি আসলে এ বিষয়ে জড়াতেও চাই না। এটা নিয়ে কোনো কথাও বলতে চাই না। আমার জায়গাটা ক্লিয়ার করার যতটুকু দরকার ছিল, আমি করেছি। কারও প্রতি আমার কোনো ক্ষোভ নেই। তবে যে পরিস্থিতি এখন চলছে, সেটা আসলে আমি ডিজার্ভ করি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত