Ajker Patrika

শাহ আমানত সেতুতে দর্শনার্থীদের ভিড়

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১২: ৫৭
শাহ আমানত সেতুতে  দর্শনার্থীদের ভিড়

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর নির্মিত হজরত শাহ আমানত সেতু। এটি তৃতীয় কর্ণফুলী সেতু নামেও পরিচিত। সেতুটি দিন দিন দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় স্থান হয়ে উঠছে। প্রতি শুক্রবার বিভিন্ন বয়সী মানুষ ছুটে আসে এখানে। উপভোগ করে নদীপাড়ের অপরূপ সৌন্দর্য।

গত শুক্রবার দুপুরে কর্ণফুলী সেতু এলাকায় গিয়ে দেখা যায়, চট্টগ্রাম শহর ছাড়াও কর্ণফুলী-আনোয়ারা ও পটিয়ার বিভিন্ন শ্রেণি-পেশা মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে সেতুর ওপর ও নিচের বাঁধ।

অনেকেই ঘুরে দেখছেন। কেউ ডিঙি ও নৌকায় নদীর এপার থেকে ওপারে যাচ্ছেন।

বেড়াতে আসা নুসরাত জাহান বলেন, রাঙামাটির পাহাড় আর ঝুলন্ত সেতুর থেকে অনেক বেশি আকর্ষণীয় শহরের ভ্রমণপিপাসুদের জন্য কর্ণফুলী সেতুই বাড়তি প্রশান্তি দেয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে পুরো চট্টগ্রাম পর্যটন নগরে পরিণত হয়েছে। কর্ণফুলী শাহ্ আমানত সেতু দর্শনার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ যোগ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত