Ajker Patrika

‘বৈধর চেয়ে অবৈধ অস্ত্র জোগাড় সহজ’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৫: ২৪
‘বৈধর চেয়ে অবৈধ অস্ত্র জোগাড় সহজ’

বৈধ অস্ত্রের চেয়ে অবৈধ অস্ত্র অনেক সহজে জোগাড় করা যায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। শুটিংয়ের অস্ত্র জোগাড় করতে গিয়ে তিনি এই পরিস্থিতির মুখোমুখি হন বলে জানিয়েছেন।

গতকাল শনিবার দুপুরে পুলিশ লাইনসে চট্টগ্রাম মেট্রোপলিটন শুটিং ক্লাবের আয়োজনে মুজিববর্ষ ও ৫০তম বিজয় দিবস উপলক্ষে শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিএমপি কমিশনার আরও বলেন, ‘আমাদের ক্লাবে অস্ত্রের সমস্যা, সেটা সমাধানে আমরা নানা জায়গায় চেষ্টা করছি। আশা রাখি, আমরা দল বেঁধে এনবিআর চেয়ারম্যানের কাছে ধরনা দেব। কোনো কিছু একটা ক্লাবের জন্য করতে হবে।’

এর আগে সকাল ১০টা থেকে বিভিন্ন ইভেন্টে শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শুটিং প্রতিযোগিতায় মিডিয়া ইভেন্টে প্রথম হন আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক জমির উদ্দিন।

এ সময় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপপুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর, অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) শাহাদত হুসেন রাসেল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত