Ajker Patrika

এইচএসসি পরীক্ষার্থীদের টিকা ২৫ ও ২৬ নভেম্বর

কালিহাতী প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৮: ০০
এইচএসসি পরীক্ষার্থীদের টিকা ২৫ ও ২৬ নভেম্বর

কালিহাতীতে আগামী ২৫ ও ২৬ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে। টিকা প্রয়োগের কর্মসূচি সঠিক ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরের দিকে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে রুমান সিদ্দিকী বলেন, আমরা উপজেলার চার হাজারের অধিক পরীক্ষার্থীদের করোনার টিকা দিতে সব পরিকল্পনা ও প্রস্তুতি সম্পন্ন করেছি। উপজেলা পরিষদ কনফারেন্স রুম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে ২৫ ও ২৬ নভেম্বর এ টিকাদান করা হবে। টিকা নিতে তাঁদের রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মোবাশ্বের আলম সভাপতিত্ব করেন। পরিকল্পনা ও প্রস্তুতির বিষয়ে মূল আলোচনা করেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব উম্মে রুমান সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবির, সরকারি শামসুল হক কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবির, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম আম্বিয়া সিদ্দিকী, আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবর রহমান, লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন ও অধ্যক্ষ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত