রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের ঘোষিত ফল পাল্টে দেওয়ার ঘটনায় পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে উপজেলার পানিয়ালা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত বৃহস্পতিবার উপজেলার পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হয়। ভোট গণনা শেষে প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
নির্বাচিত সদস্য মো. মোজাম্মেল হোসেন গত শনিবার রাতে সাংবাদিকদের বলেন, প্রথমে বিজয়ী ঘোষণার পর ষড়যন্ত্রমূলকভাবে পরাজিত প্রার্থী হুমায়ুন কবীরকে বিজয়ী ঘোষণা করা হয়। সবার উপস্থিতিতে ফল ঘোষণার ফলাফল বিবরণীতে প্রিসাইডিং কর্মকর্তা স্বাক্ষর দিয়ে আমাদের হাতে গ্যাজেট তুলে দেন। দুই দিন পর ফল পাল্টে দেওয়া হলো।
এ ব্যাপারে প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে পুনরায় ভোট গণনা করা হয়। ফল ঘোষণার দুই দিন পুনরায় ভোট গণনার কারণ জানতে চাইলে তিনি বলেন ‘এ বিষয়ে আমার কিছু করার নেই।’
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘শনিবার রাতে পানিয়ালা বাজারে কিছু হট্টগোল হয়েছে। পরে টহল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর বাইরে কিছু বলতে পারব না।’
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা জানান, ভোটের রাতে সদস্য প্রার্থী হুমায়ুন কবীর উপজেলা প্রশাসনের কাছে পুনরায় ভোট গণনার আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে গত শনিবার দুপুরে সব প্রার্থীকে ডাকা হয়। তবে অনেকেই আসেননি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে পুনরায় ভোট গণনায় চার ভোটে হুমায়ুন কবীর বিজয়ী হন।
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের ঘোষিত ফল পাল্টে দেওয়ার ঘটনায় পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে উপজেলার পানিয়ালা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত বৃহস্পতিবার উপজেলার পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হয়। ভোট গণনা শেষে প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
নির্বাচিত সদস্য মো. মোজাম্মেল হোসেন গত শনিবার রাতে সাংবাদিকদের বলেন, প্রথমে বিজয়ী ঘোষণার পর ষড়যন্ত্রমূলকভাবে পরাজিত প্রার্থী হুমায়ুন কবীরকে বিজয়ী ঘোষণা করা হয়। সবার উপস্থিতিতে ফল ঘোষণার ফলাফল বিবরণীতে প্রিসাইডিং কর্মকর্তা স্বাক্ষর দিয়ে আমাদের হাতে গ্যাজেট তুলে দেন। দুই দিন পর ফল পাল্টে দেওয়া হলো।
এ ব্যাপারে প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে পুনরায় ভোট গণনা করা হয়। ফল ঘোষণার দুই দিন পুনরায় ভোট গণনার কারণ জানতে চাইলে তিনি বলেন ‘এ বিষয়ে আমার কিছু করার নেই।’
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘শনিবার রাতে পানিয়ালা বাজারে কিছু হট্টগোল হয়েছে। পরে টহল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর বাইরে কিছু বলতে পারব না।’
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা জানান, ভোটের রাতে সদস্য প্রার্থী হুমায়ুন কবীর উপজেলা প্রশাসনের কাছে পুনরায় ভোট গণনার আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে গত শনিবার দুপুরে সব প্রার্থীকে ডাকা হয়। তবে অনেকেই আসেননি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে পুনরায় ভোট গণনায় চার ভোটে হুমায়ুন কবীর বিজয়ী হন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫