পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা পৌরসভার বাজার থেকে শিববাটি সেতু পর্যন্ত প্রধান সড়কের পাশে বালু রেখে ব্যবসা করার অভিযোগ উঠেছে তিন ব্যবসায়ীর বিরুদ্ধে। ফলে রাস্তায় চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা।
প্রশাসন কয়েকবার সতর্ক করলেও সে নির্দেশ না মেনে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছেন তাঁরা। এ অবস্থায় এলাকাবাসী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, পৌর সদরের বাজার হয়ে থানা ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সামনে দিয়ে শিববাটি ব্রিজ পর্যন্ত রাস্তার দুই পাশে নিকাম, তুহিন ও ময়নুল নামে তিন বালি ব্যবসায়ী বালু রেখে ব্যবসা করছেন। বিভিন্ন ইউনিয়ন থেকে পাইকগাছা সদরে আসা-যাওয়ার সময় বাতাসে বালু উড়ে এসে যাত্রীদের চোখে মুখে ঢুকছে। আবার মোটরসাইকেল থেকে পড়ে আহত হচ্ছেন অনেকে।
লস্কর ইউনিয়নের রফিকুল নামে এক মোটরসাইকেল চালক বলেন, ‘এ রাস্তা দিয়ে পৌর সদরে যাওয়ার সময় বালুতে মোটরসাইকেলের চাকা পিছলে গিয়ে আহত হয়েছি। মোটরসাইকেলটাও ভেঙে গেছে।’
কথা হয় এক ভ্যানচালকের সঙ্গে। তিনি বলেন, ‘আমি এই রাস্তায় অনেকদিন ধরে ভ্যান চালাই। রাস্তায় বালি রাখায় ভ্যানের যাত্রীদের অনেক অসুবিধা হয়। বালু উড়ে তাঁদের চোখমুখে পড়ে। আমারও একই সমস্যা হয়। না জানি কবে বড় কোনো দুর্ঘটনার শিকার হই।’
তিনি আরও বলেন, ‘যখন বালু উড়ে আসে তখন চোখমুখ ঢেকে বসতে হয়। দমকা বাতাসে বালু উড়ে মাথা বা গায়ে পড়ে কাপড় নষ্ট হয়ে যায়। তখন বাড়ি গিয়ে আবার গোসল করতে হয়। ফলে অনেকেই এখন এ রাস্তা চলাচল করা বন্ধ করে দিয়েছেন। তাঁরা বিকল্প পথে চলাচল করছেন।’
এ বিষয় অভিযুক্ত বালি ব্যবসায়ী ময়নুল বলেন, ‘প্রশাসন থেকে নির্দেশ আসার পর বালু রাস্তা থেকে সরিয়ে নিচে নিয়েছি। মানুষের অসুবিধা হবে এমন ব্যবসা করব না। দরকার হলে আরও সরিয়ে নিয়ে যাব।’
সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিল এস, এম ইমদাদুল হক বলেন, ‘এ নিয়ে কয়েকবার তাঁদের বালু সরাতে বলেছি। কিন্তু তাঁরা বালু সরিয়ে নেওয়ার কথা মুখে বলে বাস্তবে আর সরিয়ে নেয় না।’
পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, ‘রাস্তার পাশে বালি রেখে ব্যবসা করা যাবে না। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে তাঁদের সরিয়ে দিয়ে ছিলাম। পরে যদি আবার তাঁরা রাস্তার ওপর বালি রেখে ব্যবসা করে সেটি অন্যায়। জনগণের অসুবিধা হয় তেমন কাজ করতে দেওয়া হবে না।’
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, ‘বিষয়টি নিয়ে অনেকেই আমার কাছে মৌখিকভাবে অভিযোগ দিয়েছে। আমি খুব শিগগিরই সেখানে যাব। যদি বালি রাখার কারণে জনগণের ভোগান্তি হয়। তাহলে অবশ্যই তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পাইকগাছা পৌরসভার বাজার থেকে শিববাটি সেতু পর্যন্ত প্রধান সড়কের পাশে বালু রেখে ব্যবসা করার অভিযোগ উঠেছে তিন ব্যবসায়ীর বিরুদ্ধে। ফলে রাস্তায় চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা।
প্রশাসন কয়েকবার সতর্ক করলেও সে নির্দেশ না মেনে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছেন তাঁরা। এ অবস্থায় এলাকাবাসী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, পৌর সদরের বাজার হয়ে থানা ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সামনে দিয়ে শিববাটি ব্রিজ পর্যন্ত রাস্তার দুই পাশে নিকাম, তুহিন ও ময়নুল নামে তিন বালি ব্যবসায়ী বালু রেখে ব্যবসা করছেন। বিভিন্ন ইউনিয়ন থেকে পাইকগাছা সদরে আসা-যাওয়ার সময় বাতাসে বালু উড়ে এসে যাত্রীদের চোখে মুখে ঢুকছে। আবার মোটরসাইকেল থেকে পড়ে আহত হচ্ছেন অনেকে।
লস্কর ইউনিয়নের রফিকুল নামে এক মোটরসাইকেল চালক বলেন, ‘এ রাস্তা দিয়ে পৌর সদরে যাওয়ার সময় বালুতে মোটরসাইকেলের চাকা পিছলে গিয়ে আহত হয়েছি। মোটরসাইকেলটাও ভেঙে গেছে।’
কথা হয় এক ভ্যানচালকের সঙ্গে। তিনি বলেন, ‘আমি এই রাস্তায় অনেকদিন ধরে ভ্যান চালাই। রাস্তায় বালি রাখায় ভ্যানের যাত্রীদের অনেক অসুবিধা হয়। বালু উড়ে তাঁদের চোখমুখে পড়ে। আমারও একই সমস্যা হয়। না জানি কবে বড় কোনো দুর্ঘটনার শিকার হই।’
তিনি আরও বলেন, ‘যখন বালু উড়ে আসে তখন চোখমুখ ঢেকে বসতে হয়। দমকা বাতাসে বালু উড়ে মাথা বা গায়ে পড়ে কাপড় নষ্ট হয়ে যায়। তখন বাড়ি গিয়ে আবার গোসল করতে হয়। ফলে অনেকেই এখন এ রাস্তা চলাচল করা বন্ধ করে দিয়েছেন। তাঁরা বিকল্প পথে চলাচল করছেন।’
এ বিষয় অভিযুক্ত বালি ব্যবসায়ী ময়নুল বলেন, ‘প্রশাসন থেকে নির্দেশ আসার পর বালু রাস্তা থেকে সরিয়ে নিচে নিয়েছি। মানুষের অসুবিধা হবে এমন ব্যবসা করব না। দরকার হলে আরও সরিয়ে নিয়ে যাব।’
সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিল এস, এম ইমদাদুল হক বলেন, ‘এ নিয়ে কয়েকবার তাঁদের বালু সরাতে বলেছি। কিন্তু তাঁরা বালু সরিয়ে নেওয়ার কথা মুখে বলে বাস্তবে আর সরিয়ে নেয় না।’
পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, ‘রাস্তার পাশে বালি রেখে ব্যবসা করা যাবে না। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে তাঁদের সরিয়ে দিয়ে ছিলাম। পরে যদি আবার তাঁরা রাস্তার ওপর বালি রেখে ব্যবসা করে সেটি অন্যায়। জনগণের অসুবিধা হয় তেমন কাজ করতে দেওয়া হবে না।’
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, ‘বিষয়টি নিয়ে অনেকেই আমার কাছে মৌখিকভাবে অভিযোগ দিয়েছে। আমি খুব শিগগিরই সেখানে যাব। যদি বালি রাখার কারণে জনগণের ভোগান্তি হয়। তাহলে অবশ্যই তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
৬ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪