Ajker Patrika

বহিরাগতদের মহড়ায় আতঙ্কে সদস্য প্রার্থীরা

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১১: ১২
Thumbnail image

দীর্ঘ ২১ বছর পর ভোলার তজুমদ্দিনের ২ নম্বর সোনাপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। সদস্য প্রার্থী এবং সাধারণ ভোটারদের মাঝে বইছে ভোটের আমেজ। এদিকে চিহ্নিত সন্ত্রাসী ও বহিরাগতদের আনাগোনা ও মহড়ায় আতঙ্কে রয়েছে প্রার্থীরা।

সীমানা বিরোধের মামলার অবসান ঘটিয়ে দীর্ঘ ২১ বছর পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন। তবে চেয়ারম্যান পদে নৌকা প্রার্থী মেহেদী হাসান মিশুর প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনি বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।

৯টি ওয়ার্ডে অর্ধশত সদস্য প্রার্থীর মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করলেও বহিরাগত লোকজন এনে আতঙ্ক সৃষ্টি করার পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে সদস্য প্রার্থীদের বিরুদ্ধে। চরের ৫টি ওয়ার্ডের প্রার্থীরা বেশি আতঙ্কে রয়েছেন।

২০০১ সালে নির্বাচনের পর সীমানা বিরোধজনিত মামলার কারণে দীর্ঘ ২১ বছর ভোট হয়নি সোনাপুর ইউপিতে। ২০১৯ সালের ১১ মার্চ মারা যান চেয়ারম্যান হাফেজ হাসান মাসুদ বাবুল। এরপর থেকে একজন প্যানেল চেয়ারম্যান দিয়ে চলতে থাকে ইউপির কার্যক্রম। চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে তজুমদ্দিন উপজেলায় একটি ইউপিতেই নির্বাচন চলছে।

ভোটারদের দাবি, পছন্দের প্রার্থীকে ভোট দিতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হোক। এ ছাড়া বহিরাগত সন্ত্রাসীদের মহড়া ও উপস্থিতির ওপর ব্যবস্থা নেওয়ার বিষয়ে দাবি জানান স্থানীয়রা।

এদিকে, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান উপজেলার নির্বাচন কর্মকর্তা আমির খসরু গাজী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত