Ajker Patrika

কাপ্তাই হ্রদে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০৯: ৩৩
কাপ্তাই হ্রদে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা  জেলা প্রশাসনের

রাঙামাটির কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকারের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসক। আগামী ১ মে থেকে পরবর্তী তিন মাস এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে হ্রদের পানি পর্যাপ্ত পরিমাণে না বাড়লে এই সময় কম-বেশি করা হতে পারে।

গতকাল বৃহস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান এ ঘোষণা দেন। এর আগে গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ে কাপ্তাই হ্রদে মাছ আহরণ, বিপণন, বাজারজাতকরণের ওপর এক বৈঠক হয়।

বৈঠকে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম ফেরদৌস ইসলাম, রাঙামাটি মৎস্য করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপক কমান্ডার তোহিদুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাশ, নৌ পুলিশ, বিজিবির প্রতিনিধি, মৎস্য ব্যবসায়ীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক থেকে জানানো হয়, আগামী ১ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত কাপ্তাই হ্রদের সব ধরনের মাছ শিকার ও আহরণ, বাজারজাতকরণ, পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। এই তিন মাস নৌ পুলিশ কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় পাহারা ও অভিযান পরিচালনা করবে। এ ছাড়া কাপ্তাই হ্রদে ‘জাক’ ফেলার বিরুদ্ধে অভিযান চালাতে বিএফডিসিকে নির্দেশ দেওয়া হয়।

এদিকে কাপ্তাই হ্রদের সঙ্গে জড়িত জেলেদের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সঠিক সময়ে যেন হয়, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত