Ajker Patrika

রূপগঞ্জে শিশুকে ধর্ষণ মামলা

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১২: ২৬
রূপগঞ্জে  শিশুকে ধর্ষণ মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক জনপ্রতিনিধির ৮ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পরে গত শনিবার রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন। তবে গতকাল রোববার বিকেল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এই ঘটনায় আহত শিশুটিকে ঢামেক ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় ওই শিশু ও তাঁর মামাতো বোন (৭) একটি মার্কেটের সামনে ঘোরাঘুরি করছিল। সেখানে ২-৩ জন তাদের খাবারের প্রলোভন দেখিয়ে মার্কেটের পেছনে নিয়ে যায়। তারা দুজনকে ধর্ষণের চেষ্টা করলে ভুক্তভোগীর মামাতো বোন এক ব্যক্তির হাতে কামড় দিয়ে পালিয়ে আসে। পরে সে বাড়িতে এসে বিষয়টি জানালে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।

ওই শিশুর বাবা জানান, তাঁর মেয়ের শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক। তাঁর মেয়ে জানিয়েছে অভিযুক্তদের দেখলে সে চিনতে পারবে। কিন্তু কারও নাম বলতে পারছে না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘রূপগঞ্জ থেকে একটি শিশু ধর্ষণের শিকার হয়ে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।’

রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, ‘আমরা প্রত্যাশা করছি দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত