Ajker Patrika

মধুমতির তীরে ভাঙন আতঙ্ক

শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট (বাগেরহাট)
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬: ৪৭
মধুমতির তীরে ভাঙন আতঙ্ক

বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীতে অসময়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। হঠাৎ ভাঙনে হুমকির মুখে পড়েছে উপজেলার উদয়পুর ইউনিয়নের গাড়ফা বাজারসংলগ্ন এলাকা ও বসতবাড়ি। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে পাকা সড়ক ও বসতবাড়ি। হুমকিতে রয়েছে কয়েক শ দোকানপাট।

সরেজমিনে দেখা যায়, মোল্লাহাট বাজারের পুরোনো ফেরিঘাটের পশ্চিম পাশে মধুমতি নদীর তীরবর্তী সড়কসহ বেশ কিছু এলাকা ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে দোকানপাট ও মিল-কারখানা। এলাকাবাসী কোনোরকমভাবে বাঁশ ও কাঠ দিয়ে ভাঙন রক্ষার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু তাতে শেষ রক্ষা হচ্ছে না। অব্যাহত ভাঙনের ফলে মধুমতি নদীর গাড়ফা, গিরিশ নগর ও আস্তাইল এলাকার অন্তত ৩ দশমিক ৪ কিলোমিটার তীর প্রবল ভাঙন ঝুঁকিতে রয়েছে।

গাড়ফা এলাকার মর্জিনা বেগম বলেন, তাঁদের বাড়ির সামনের সড়ক ভেঙে মধুমতি নদীতে চলে যাচ্ছে। গত কয়েক দিন ধরে ভাঙন বেশি দেখা দিয়েছে। এভাবে রাত-দিন ভাংতে থাকলে তাঁদের ঘরবাড়ি সব মধুমতিতে বিলীন হয়ে যাবে। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া এবং স্থায়ী বাঁধ নির্মাণের পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি।

উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কে হায়দার মামুন বলেন, কয়েক বছর ধরে মধুমতি নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়ভাবে তাঁরা কাঠ ও বাঁশ দিয়ে ভাঙন মোকাবিলায় চেষ্টা চালিয়েছেন, তাও ভেঙে নদীতে চলে গেছে। এভাবে ভাংতে থাকলে মোল্লাহাট শহর রক্ষাবাঁধ, গিরিশ নগর ও আস্তাইল এলাকার বসতবাড়ি ও রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তাই ভাঙন রোধে তিনি পানি উন্নয়ন বোর্ডের কাছে দ্রুত নদীশাসন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী কৃষ্ণেন্দু বিশ্বাস সরকার বলেন, মধুমতি নদীর ৩ হাজার ৪০০ মিটার এলাকা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করা হয়েছে। এখানে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ডিজাইন করা হয়েছে। ডিপিপি প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে খুব শিগগিরই স্থায়ীভাবে নদীশাসনের কাজ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়াহিদ হোসেন বলেন, ‘মোল্লাহাটে মধুমতি নদীর ভাঙনে বেশ কয়েকটি এলাকায় ভাঙন সৃষ্টি হওয়ার বিষয়ে আমি অবগত। আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, আরপিও সংশোধন অনুমোদন

এলাকার খবর
Loading...