Ajker Patrika

‘সৈয়দপুরকে সিঙ্গাপুর বানানো সম্ভব’

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৪: ০০
Thumbnail image

নবাগত রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেছেন, নীলফামারীর সৈয়দপুরকে এই অঞ্চলের সিঙ্গাপুর বানানো সম্ভব। এ জন্য এলাকাটিকে ঢেলে সাজাতে হবে। কারণ, এটি হলো আট জেলার প্রবেশদ্বার। আট জেলার মানুষেরা এখান হয়ে যাতায়াত করেন।

গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সাবিরুল ইসলাম বলেন, ‘আমি এ বিভাগের দায়িত্বে আসার আগেই সৈয়দপুরের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জেনে এসেছি। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে পরিণত করতে বর্তমানে যে বাধা রয়েছে এবং দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানায় ট্রেনের বগি নির্মাণে জনবল সংকটসহ যেসব সমস্যা রয়েছে তা দ্রুত সময়ে সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে।’

বিভাগীয় কমিশনারের মতে, সব সমস্যা ঢাকা বা কেন্দ্রীয়ভাবে সমাধান করা সম্ভব নয়। যানজট, শহররক্ষা বাঁধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ অন্যান্য সমস্যা স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি এ অঞ্চলের রাজনৈতিক ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সদিচ্ছা নিয়ে এগিয়ে আসা জরুরি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য রাবেয়া আলীম, জেলা প্রশাসক ইয়াসির আরেফিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, পৌর মেয়র রাফিকা আকতার জাহান, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক আহমেদ প্রমুখ।

বিভাগীয় কমিশনার সাবিরুল সভার আগে পৌরসভা কার্যালয়, নির্মাণাধীন স্মৃতিসৌধ, ডায়াবেটিক হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত