Ajker Patrika

বরাদ্দের আগেই প্রতীকসহ পোস্টার

মৌলভীবাজার (শ্রীমঙ্গল) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৫: ২৯
বরাদ্দের আগেই প্রতীকসহ পোস্টার

শ্রীমঙ্গলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই প্রতীকসহ পোস্টার ছেপে প্রচার চালানোর অভিযোগ উঠেছে এক প্রার্থীর বিরুদ্ধে। তিনি সিন্দুরখান ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী নোয়েল আহমদ। এ ব্যাপারে গত শনিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন একই ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী পিংকু দেব।

সদস্য প্রার্থীরা অভিযোগ করেন, আসন্ন ৫ জানুয়ারি পঞ্চম ধাপে সিন্দুরখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে পাঁচজন সদস্য প্রার্থী মনোনয়ন জমা দেন এবং প্রত্যেকেই যাচাই বাছাই শেষে বৈধ হন। এদের মধ্যে প্রত্যেকেই পৃথক পৃথক মার্কা দাবি করেন। এ সময় নোয়েল আহমদ আপেল মার্কা চান। নির্বাচন অফিসের ঘোষণা ছাড়াই তিনি মার্কা দিয়ে পোস্টার লাগিয়েছেন। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে।

অভিযোগের বিষয়ে জানতে নোয়েল আহমেদের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এটি ২০১৬ সালের পোস্টার। বিগত নির্বাচনে তাঁর এই মার্কা ছিল। ওই সময়ের কিছু পোস্টার রয়ে গিয়েছিল। তাঁর এক কর্মী এ থেকে কয়েকটি পোস্টার লাগিয়েছে। তবে এটা ঠিক হয়নি। প্রতীক বরাদ্দের আগে আর কোথাও পোস্টার না লাগাতে তাঁর কর্মীদের নির্দেশ দিয়েছেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি অসীম জানান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখা হবে।’

একই কথা জানান, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার ভূমি নেছার উদ্দিন। তিনি জানান, এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে পড়ে। নির্বাচনী ম্যাজিস্ট্রেট নিয়োগ হবে আগামীকাল মঙ্গলবার এর পর এই অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত