Ajker Patrika

হতে পারে এটাই শেষ অভিনয়

বিনোদন প্রতিবেদক, ঢাকা
হতে পারে এটাই শেষ অভিনয়

অভিনয় করার জন্য নিজ শহর ও চাকরি দুটিই ছেড়েছেন। শেষ পর্যন্ত অভিনয়টাই করে যেতে চান বলে ঢাকায় এসেছিলেন। সেই কিনা অভিনয় থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতি নিচ্ছেন। বলছি অভিনেতা রাফিউল কাদের রুবেলের কথা। মেয়ের অসুস্থতার কারণে তার পাশে থাকার উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নাটকে কাজ করছেন দীর্ঘদিন। তবে চরিত্রাভিনেতা হিসেবে আলোচনায় আসেন ওটিটি শুরু হওয়ার পর। কাজ করেছেন ‘গুটি’, ‘মহানগর ২’, ‘অ্যালেন স্বপন’-এর মতো জনপ্রিয় ওয়েব কনটেন্টে। বড় বড় অভিনেতার ভিড়েও নিজেকে আলাদা করে চেনাতে শুরু করেন রুবেল। এর মাঝেই মেয়ের অসুস্থতা জীবনের গতি পাল্টে দিল তাঁর।

মস্তিষ্কজনিত জটিল রোগে আক্রান্ত তাঁর মেয়ে তূরী। মেয়ের সুস্থতার জন্য ছুটে বেড়াচ্ছেন দেশ থেকে বিদেশ। মেয়ের এই অসুস্থতার সময় তার পাশে থাকতে চান রুবেল। 

গত দুই মাস মেয়ের অসুস্থতার কারণে কোনো শুটিং করেননি রুবেল। সম্প্রতি একটি নাটকের শুটিং শেষে দিলেন শুটিং বিরতির আনুষ্ঠানিক ঘোষণা, জানালেন, আর নাও ফিরতে পারেন অভিনয়ে। রুবেল জানিয়েছেন, সাদেক সাব্বিরের রচনা ও পরিচালনায় ‘তুলশী বনের বাঘ’ নাটকে অভিনয় করলেন সম্প্রতি।

তা-ও পরিচালকের প্রবল ইচ্ছা, উৎসাহ আর অনুপ্রেরণায়। এতে তাঁর সহশিল্পী হিসেবে কাজ করেছেন জাকিয়া বারী মম, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ। রুবেল বলেন, ‘এক অসম্ভব, প্রায় অবাস্তব এক দুর্বিষহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। কারও শত্রুরও যেন তিলে তিলে এমন ‍শাস্তি পোহাতে না হয়। অনির্দিষ্টকালের জন্য সব কাজ থেকে নিজেকে সরিয়ে রাখতে বাধ্য হয়েছি গত দুই মাস থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত। হয়তোবা আরও অনির্দিষ্টকাল কাজে ফেরা হবে না।’

নতুন নাটকে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘কন্যাকে নিয়ে এ যুদ্ধযাপনকালে তুলশী বনের বাঘ নাটকটিতে ইচ্ছের বিরুদ্ধে কঠিন বাস্তবতার নিরিখে অভিনয় করতে বাধ্য হয়েছি কয়েক দিন আগে। সম্ভবত এটাই হয়ে যেতে পারে আমার সর্বশেষ কাজ। হয়তো ভাগ্য সহায় হলে আবার ফিরে আসব দীর্ঘ বছর বিরতির পর, নয়তোবা কখনোই নয়।’

মেয়ের পাশে থাকার জন্য অভিনয়ের বিরতি নেওয়ায় কোনো আফসোস নেই রুবেলের। নিজের শেষটুকু দিয়ে মেয়ের জন্য লড়াই করে যেতে চান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত