Ajker Patrika

পেয়ারার লোভ দেখিয়ে শিশুধর্ষণ, যুবক গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
পেয়ারার লোভ দেখিয়ে শিশুধর্ষণ, যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে পেয়ারা খাওয়ানের নাম করে ডেকে নিয়ে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে মো. মামুন নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন।

মামুনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তিনি কুমিরা ইউনিয়নের বাসিন্দা।

মামলার সূত্রে জানা গেছে, ২ ডিসেম্বর দুপুরে শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে আশপাশে ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করেন তার মা। একপর্যায়ে প্রতিবেশী কয়েক শিশু তাঁকে জানায়, পেয়ারা খাওয়াবে বলে মামুন শিশুটিকে নিয়ে গেছে। পরে স্থানীয় বাজারসংলগ্ন একটি গোডাউনের পেছনের বাগানে কান্নারত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়।

শিশুটির মা জানান, মেয়েকে বাগানের ভেতর থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধারের করা হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয়। তাঁর মেয়ে সেখানে চিকিৎসাধীন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান, গ্রেপ্তার ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত