Ajker Patrika

অর্থ বরাদ্দ নেই, ৬ মাস ধরে নির্মাণকাজ বন্ধ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২৩: ৩৫
অর্থ বরাদ্দ নেই, ৬ মাস  ধরে নির্মাণকাজ বন্ধ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ শুরু হওয়ার পর অর্থ বরাদ্দ না থাকায় প্রায় ছয় মাস ধরে বন্ধ নির্মাণকাজ। নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি আর বরাদ্দকৃত ফান্ড না পাওয়ায় কাজ বন্ধ করে রেখেছেন, এমনটাই জানালেন ওই নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্প বাস্তবায়ন লিমিডেট।

ছয় মাস কাজ বন্ধ থাকায় নির্মাণাধীন রডে মরিচা ধরে নষ্ট হওয়ার পথে। পিলার ও গ্রেটবিমে ময়লা-আবর্জনা জমে স্যাঁতসেঁতে হয়ে পড়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তাপস সিরাজী জানান, নির্মাণাধীন কাজে বরাদ্দ না পাওয়ায় এবং নির্মাণসামগ্রীর দাম বাড়ায় নির্মাণকাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। বরাদ্দ পেলে আবারও কাজ করা হবে।

গণপূর্ত বিভাগ সূত্র জানান, পৌর শহরের মার্কাজ মসজিদসংলগ্ন উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালে। কাজটির চুক্তিমূল্য ধরা হয় ১২ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ৭৩৬ টাকা। এ কাজে প্রাথমিক পর্যায়ে ১ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে এ কাজে বরাদ্দ না থাকায় কাজটি বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দা শামসুল ইসলাম বলেন, নির্মাণকাজ দীর্ঘদিন বন্ধ থাকায় নির্মাণসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। কাজটি দ্রুত শেষ করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. ফারুক আহম্মেদ জানান, অর্থ বরাদ্দ না থাকায় তাড়াশ উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণকাজ সাময়িক বন্ধ রয়েছে।

উল্লাপাড়া গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আল-মাহমুদ আল আজাদ জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় আড়াই কোটি টাকার কাজ করেছে। কিন্তু গণপূর্ত বিভাগ থেকে বরাদ্দ পেয়েছে ১ কোটি ৬৭ লাখ টাকা। অর্থ বরাদ্দ পেলে নির্মাণকাজ পুনরায় শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত