কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও প্রতিনিধি
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী সহিংসতায় ঠাকুরগাঁওয়ে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। এ ছাড়া কুড়িগ্রামে প্রিসাইডিং কর্মকর্তাসহ সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত রোববার সন্ধ্যায় নির্বাচনী ফল ঘোষণাকে কেন্দ্র করে এসব সহিংসতার ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে সরকারি কাজে বাধা দেওয়ায় পুলিশের গুলিতে হামিদুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন একজন।
নিহত হামিদুলের বাড়ি রাজাগাঁও ইউনিয়নের আসাননগর গ্রামে। আহত ব্যক্তির নাম সামিউল ইসলাম, তাঁর বাড়ি একই গ্রামে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ইউপি সদস্য প্রার্থীর নির্বাচনী ফলাফল নিয়ে দ্বন্দ্বের জেরে সরকারি কাজে বাধা দেয় সমর্থকেরা। এ সময় উত্তপ্ত পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ গুলি ছুড়লে একজন নিহত হন।
রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন, মরদেহ পুলিশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
অপর দিকে ঠাকুরগাঁও সদরের আখানগর ইউনিয়নের দক্ষিণ ঝাড়গাঁও দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে আবু হোসেন পুলিশে গুলিতে আহত হন। তিনি এখন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।
তা ছাড়া ঠাকুরগাঁও সদরের দেবীপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে শাহীনুর ইসলাম ও মুকুট ইসলাম নামের দুজন আহত হন। তাঁরা এখন ঠাকুরগাঁওয়ের সদর হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের বাড়ি একই ইউনিয়নে।
কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরের সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণার পর প্রিসাইডিং কর্মকর্তা রতন কুমার পালের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পরাজিত দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়ে। এতে অন্তত ৬ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মাহমুদ হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব এবং রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলামের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
আহত প্রিসাইডিং কর্মকর্তা রতন কুমার পালকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার ধামশ্রেণি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে।
এদিকে পুলিশের রাবার বুলেটে আহত ছয়জন রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের শরীরের বিভিন্ন স্থানের পাশাপাশি চোখেও গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আহতরা হলেন আমজাদ আলী, দুলু মিয়া, মেহের আলী, মশিউর, আজিজুল হক ও শিপন।
হাসপাতালে ভর্তি আহতরা জানান, তালা প্রতীকের আব্দুর রশীদ এবং ফুটবল প্রতীকের হুমায়ুন কবির শুকুরের সমর্থকেরা একজোট হয়ে প্রিসাইডিং কর্মকর্তার ওপর হামলা চালান। এতে তাঁর মাথা ফেটে যায়।
রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, রাবার বুলেটের আঘাতে আহত ছয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এঁরা সবাই গুলিবিদ্ধ। এঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, প্রত্যন্ত চরাঞ্চল হওয়ায় হামলার বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী সহিংসতায় ঠাকুরগাঁওয়ে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। এ ছাড়া কুড়িগ্রামে প্রিসাইডিং কর্মকর্তাসহ সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত রোববার সন্ধ্যায় নির্বাচনী ফল ঘোষণাকে কেন্দ্র করে এসব সহিংসতার ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে সরকারি কাজে বাধা দেওয়ায় পুলিশের গুলিতে হামিদুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন একজন।
নিহত হামিদুলের বাড়ি রাজাগাঁও ইউনিয়নের আসাননগর গ্রামে। আহত ব্যক্তির নাম সামিউল ইসলাম, তাঁর বাড়ি একই গ্রামে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ইউপি সদস্য প্রার্থীর নির্বাচনী ফলাফল নিয়ে দ্বন্দ্বের জেরে সরকারি কাজে বাধা দেয় সমর্থকেরা। এ সময় উত্তপ্ত পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ গুলি ছুড়লে একজন নিহত হন।
রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন, মরদেহ পুলিশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
অপর দিকে ঠাকুরগাঁও সদরের আখানগর ইউনিয়নের দক্ষিণ ঝাড়গাঁও দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে আবু হোসেন পুলিশে গুলিতে আহত হন। তিনি এখন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।
তা ছাড়া ঠাকুরগাঁও সদরের দেবীপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে শাহীনুর ইসলাম ও মুকুট ইসলাম নামের দুজন আহত হন। তাঁরা এখন ঠাকুরগাঁওয়ের সদর হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের বাড়ি একই ইউনিয়নে।
কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরের সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণার পর প্রিসাইডিং কর্মকর্তা রতন কুমার পালের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পরাজিত দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়ে। এতে অন্তত ৬ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মাহমুদ হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব এবং রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলামের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
আহত প্রিসাইডিং কর্মকর্তা রতন কুমার পালকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার ধামশ্রেণি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে।
এদিকে পুলিশের রাবার বুলেটে আহত ছয়জন রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের শরীরের বিভিন্ন স্থানের পাশাপাশি চোখেও গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আহতরা হলেন আমজাদ আলী, দুলু মিয়া, মেহের আলী, মশিউর, আজিজুল হক ও শিপন।
হাসপাতালে ভর্তি আহতরা জানান, তালা প্রতীকের আব্দুর রশীদ এবং ফুটবল প্রতীকের হুমায়ুন কবির শুকুরের সমর্থকেরা একজোট হয়ে প্রিসাইডিং কর্মকর্তার ওপর হামলা চালান। এতে তাঁর মাথা ফেটে যায়।
রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, রাবার বুলেটের আঘাতে আহত ছয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এঁরা সবাই গুলিবিদ্ধ। এঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, প্রত্যন্ত চরাঞ্চল হওয়ায় হামলার বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪