Ajker Patrika

মশিয়ালীতে জিহাদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৫০
মশিয়ালীতে জিহাদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনা নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের জিহাদ হত্যা মামলার আসামি রেজাউল শেখ ক্যাবলাকে (৪৫) আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তথ্য প্রযুক্তির মাধ্যমে নগরীর ডাকবাংলা থেকে সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

খুলনা জেলা পিবিআই’র ওসি মাহফুজ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জিহাদ হত্যা মামলার ১৭ জন আসামির মধ্যে ৯ নম্বর আসামি মশিয়ালী গ্রামের মৃত আজিজ শেখের ছেলে রেজাউলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও আটকের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।

এ মামলার বাদী নিহত জিহাদের চাচা নুর মোহাম্মাদ বলেন, ২০২০ সালের ১৬ জুলাই এলাকাবাসীর হামলায় আমার ভাইপো জিহাদ শেখ নিহত হয় এবং একই এলাকার আমার অপর ভাইপো মো. জাকারিয়া, মিলটন ও জাফরিন এর বাড়িতে ভাঙচুর, লুটপাটসহ অগ্নিসংযোগ করা হয়। ষড়যন্ত্রমূলকভাবে আমাদের গুলিতে তারা মারা গেছে বলে প্রচার করে এবং আমার পরিবারের ২২ জনের নামে মিথ্যা মামলা দায়ের করে। এ মামলায় আমার ভাইপোসহ কয়েকজন পুলিশের কাছে আটক হয়।

পরবর্তীতে গত বছরের ১২ ডিসেম্বর আমার ভাইপো জেল থেকে জামিনে আসার পর ৯ জানুয়ারি খানজাহান আলী থানায় মামলা দায়ের করতে গেলে থানা-পুলিশ মামলা কোর্টে করার পরামর্শ দেন। সেই মোতাবেক ১১ জানুয়ারি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে ১০৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মো. জাকারিয়া ১৬ জানুয়ারি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে ১০ থেকে ১৫ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করে। বর্তমানে মামলাটি তদন্তের দায়িত্ব পিবিআইয়ের ওপর ন্যস্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত