Ajker Patrika

ছিনিয়ে নেওয়া সেই আসামিসহ গ্রেপ্তার ১৬

উত্তরা প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৩: ৩০
Thumbnail image

দক্ষিণখানের কোটবাড়ী এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামিসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ও থানা-পুলিশ। তাঁদের কাছ থেকে পুলিশের একটি হাতকড়াও জব্দ করা হয়েছে।

দক্ষিণখানের বিভিন্ন এলাকায় গত রোববার দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে মিসির আলী, মো. আব্দুল্লাহ, সিরাজুল ইসলাম, রবিন, রনি, রাসেল মিয়া ও মোছা. অজেদাকে গ্রেপ্তার করে দক্ষিণখান থানা-পুলিশ।

একই ঘটনায় তুরাগের নলভোগ এলাকায় গতকাল সোমবার সকালে অভিযান চালিয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি কামরুল ইসলামসহ ৯ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর জোনাল টিম। গ্রেপ্তার অন্যরা হলেন ছিনিয়ে নেওয়া আসামির বাবা ও হামলার নেতৃত্বদানকারী লস্কর আলী, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, ঝিনুক, মোসাম্মদ খুশি ও চম্পা।

পুলিশ জানায়, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দক্ষিণখান থানায় দুটি মামলা করেছে। একটি মাদক মামলা এবং অন্য মামলায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

দক্ষিণখান থানার এসআই আজহারুল ইসলাম জানান, গতকাল আদালত গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। তাঁরা হলেন মিসির আলী, মো. আব্দুল্লাহ, সিরাজুল ইসলাম, রবিন, রনি ও রাসেল মিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত