Ajker Patrika

নড়াইলে মুজিববর্ষ ব্যাডমিন্টন প্রতিযোগিতা

নড়াইল প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৯: ৪১
নড়াইলে মুজিববর্ষ ব্যাডমিন্টন প্রতিযোগিতা

নড়াইলে মুজিববর্ষ ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

গত শুক্রবার রাত ৮টায় নড়াইল অফিসার্স ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতা ফানুস উড়িয়ে উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মুনশি মো. মশিয়ার রহমান এবং জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসকে

ফকরুল হাসান, আইনজীবী সমিতির সভাপতি উত্তম ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান কায়েস, বীর মুক্তিযোদ্ধা এস এ মতিন এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

৯ দিন ব্যাপী প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ৩ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর প্রতিদিন রাতে চলবে এ ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত