নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে চাকরির নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত ৯টার দিকে শহরের শহীদ ডা. জিকরুল হক রোডের জামে মসজিদের সামনে থেকে তাঁদের আটক করেন ভুক্তভোগীরা। পরে ওই দম্পতিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন পঞ্চগড় শহরের পাটোয়ারীপাড়ার আজিজুল হকের ছেলে জাহিদুল ইসলাম (৪৫) এবং তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৪০)।
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, আটক ব্যক্তিরা ঢাকার গোল্ডেন সার্ভিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের পরিচালকের পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার ৩২ জনের কাছ থেকে চাকরি দেওয়ার নামে ১৪ লাখ ৮৫ হাজার টাকা হাতিয়ে নেন। এর মধ্যে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে সহকারী ওয়ার্ড বয় পদে দিনাজপুরের বোচাগঞ্জের রুহিগাও এলাকার দুলাল চন্দ্র এবং ওয়ার্ড মাস্টার পদে একই এলাকার স্বপন চন্দ্র রায়ের কাছ থেকে তিন লাখ করে মোট ছয় লাখ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র দেন। একইভাবে আরেক চাকরিপ্রত্যাশী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ির আতিকুর রহমান দুই লাখ টাকা দিলেও তাঁকে ঘোরাতে থাকেন। তাঁর কাছ থেকে আরও পাঁচ লাখ টাকা দাবি করেন। পরে খোঁজখবর নিয়ে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং টাকা দেওয়ার কথা বলে কৌশলে তাঁদের সৈয়দপুরে ডেকে আনেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে বলেন, আটক জাহিদুল চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। এখনো প্রতারণার বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেননি। কারণ, অভিযোগকারীদের কাছে তেমন কোনো প্রমাণ নেই।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল্লাহ হেল মাফি জানান, বিষয়টি জেনে হতভম্ব হয়েছি। কীভাবে সরকারি হাসপাতাল দেখিয়ে নিয়োগ দিলেন প্রতারক চক্র। আর যারা নিয়োগপত্র পেয়েছেন তাঁরা কী হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার দরকার মনে করেননি।
নীলফামারীর সৈয়দপুরে চাকরির নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত ৯টার দিকে শহরের শহীদ ডা. জিকরুল হক রোডের জামে মসজিদের সামনে থেকে তাঁদের আটক করেন ভুক্তভোগীরা। পরে ওই দম্পতিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন পঞ্চগড় শহরের পাটোয়ারীপাড়ার আজিজুল হকের ছেলে জাহিদুল ইসলাম (৪৫) এবং তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৪০)।
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, আটক ব্যক্তিরা ঢাকার গোল্ডেন সার্ভিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের পরিচালকের পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার ৩২ জনের কাছ থেকে চাকরি দেওয়ার নামে ১৪ লাখ ৮৫ হাজার টাকা হাতিয়ে নেন। এর মধ্যে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে সহকারী ওয়ার্ড বয় পদে দিনাজপুরের বোচাগঞ্জের রুহিগাও এলাকার দুলাল চন্দ্র এবং ওয়ার্ড মাস্টার পদে একই এলাকার স্বপন চন্দ্র রায়ের কাছ থেকে তিন লাখ করে মোট ছয় লাখ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র দেন। একইভাবে আরেক চাকরিপ্রত্যাশী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ির আতিকুর রহমান দুই লাখ টাকা দিলেও তাঁকে ঘোরাতে থাকেন। তাঁর কাছ থেকে আরও পাঁচ লাখ টাকা দাবি করেন। পরে খোঁজখবর নিয়ে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং টাকা দেওয়ার কথা বলে কৌশলে তাঁদের সৈয়দপুরে ডেকে আনেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে বলেন, আটক জাহিদুল চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। এখনো প্রতারণার বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেননি। কারণ, অভিযোগকারীদের কাছে তেমন কোনো প্রমাণ নেই।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল্লাহ হেল মাফি জানান, বিষয়টি জেনে হতভম্ব হয়েছি। কীভাবে সরকারি হাসপাতাল দেখিয়ে নিয়োগ দিলেন প্রতারক চক্র। আর যারা নিয়োগপত্র পেয়েছেন তাঁরা কী হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার দরকার মনে করেননি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪