Ajker Patrika

কমিটি থেকে ২৪ জনের পদত্যাগ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৭: ৩১
কমিটি থেকে ২৪ জনের পদত্যাগ

বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের নব গঠিত কমিটির ৩১ জন নেতাকর্মির মধ্যে ২৪ জন পদত্যাগ করেছেন। অযোগ্য লোককে অর্থের বিনিময়ে আহ্বায়ক করা ও দলের দুর্দিনের ত্যাগী নেতা-কর্মীরা কমিটিতে ভালো পদ না পাওয়ার অভিযোগ এনে তাঁরা পদত্যাগ করেন।

গত বুধবার রাতে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত ও সাধারণ সম্পাদক নুরে আলম ভূইয়ার (তানু) কাছে এ পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুয়েল ও দপ্তর সম্পাদক মো. আল আমিন তা গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চিতলমারী সবুজ সংঘ ক্লাবে নব গঠিত কমিটির সদস্যসচিব কাশিনাথ বৈরাগী সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৬ নভেম্বর চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যাদের রাখা হয়েছে তাঁদের মধ্যে দু’চারজন ছাড়া বাকি সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বিভিন্ন সংগঠনের নিবেদিত প্রাণ। সবাই দলের দুর্দিনের ত্যাগী ও সৎ এবং যোগ্য নেতা কর্মী। কিন্তু কমিটিতে সৎ ও যোগ্যদের সঠিক মূল্যায়ন করা হয়নি। মানা হয়নি জ্যেষ্ঠতা।

কাশিনাথ বৈরাগী বলেন, ‘একজন অযোগ্য, অথর্ব লোককে আহ্বায়ক করা হয়ছে। যা আমাদের পক্ষে মোটেই মেনে নেওয়া সম্ভব নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত