Ajker Patrika

পলেস্তারা খসে পুরোনো ভবনধসের আশঙ্কা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
Thumbnail image

নরসিংদীর মনোহরদীতে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের পুরোনো কীটনাশক বিতরণকেন্দ্রের পলেস্তারা খসে পড়ছে। যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে বিতরণকেন্দ্রটি ভেঙে নিজস্ব জমিতে নতুন ভবন নির্মাণের দাবি জানান প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার আজকের পত্রিকাকে বলেন, নিজস্ব জমিতে ভবন নির্মাণ করার এ রকম কোনো প্রকল্প নরসিংদী জেলায় আছে বলে তাঁর জানা নেই। তবে এ রকম হলে খুব ভালো হয়।

জানা গেছে, মনোহরদী উপজেলা বাজারসংলগ্নে কৃষি সম্প্রসারণ বিভাগের ২২ শতক জায়গার ওপর প্রতিষ্ঠানের একটি জরাজীর্ণ ভবন রয়েছে। ভবনটি আগে কৃষি বিভাগের কীটনাশক বিতরণ ও স্প্রে মেশিন মেরামতের কাজে ব্যবহৃত হতো। সেই সঙ্গে গুদামের কাজও হতো। কৃষি সম্প্রসারণ বিভাগের কাজকর্মের ধরন বদল হওয়ার পর ভবনটি সেই কার্যকারিতা হারায় এবং এর সামনে নতুন একটি ভবন উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ভবনটির বর্তমান অবস্থা খুবই শোচনীয়। ভবনের সর্বত্র শেওলার স্তর। ছাদ ও দেয়ালের অধিকাংশ জায়গায় পলেস্তারা খসে পড়েছে। দরজা-জানালা উধাও বহু আগেই।

পিলারগুলো ভেঙে পড়ছে। ছাদে আগাছার জঙ্গল। ফলে ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এখানে প্রতিনিয়তই কৃষি বিভাগের প্রশিক্ষণার্থীরা এসে থাকেন প্রশিক্ষণের কাজে।

এদিকে কৃষি সম্প্রসারণ বিভাগের সাপ্তাহিক মাঠ পর্যায়ের উপসহকারীরা আসেন সাপ্তাহিক কনফারেন্সে যোগ দিতে। এ সময় তাঁদের জন্য পুরোনো জরাজীর্ণ ভবনটি বেশ ঝুঁকিপূর্ণ বলে জানান কৃষি কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত