Ajker Patrika

বাল্যবিবাহ নিয়ে বিতর্ক প্রতিযোগিতা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৩: ১৭
বাল্যবিবাহ নিয়ে বিতর্ক প্রতিযোগিতা

‘বাল্যবিবাহের অন্যতম কারণ অসচেতনতা-দারিদ্র্য নয়’ বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও এসিটি প্রকল্পের সহযোগিতায় স্কুল পর্যায়ের কিশোরীদের নিয়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নবাবগঞ্জ উপজেলা হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এতে উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। চূড়ান্ত পর্যায়ে নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও নবীনগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। শেষে নবীনগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় জয়ী হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত