Ajker Patrika

করোনার উচ্চঝুঁকিতে রাজশাহী

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৫: ০০
করোনার উচ্চঝুঁকিতে রাজশাহী

রাজশাহীতে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে করোনা সংক্রমণের মধ্যম ঝুঁকিতে পড়েছে রাজশাহী। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে। তবে সংক্রমণের হার অনুযায়ী রাজশাহী আছে উচ্চঝুঁকিতে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা ও রাঙামাটি এখন রয়েছে করোনা সংক্রমণের উচ্চঝুঁকিতে। মধ্যম ঝুঁকিতে আছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, যশোর, নাটোর ও লালমনিরহাট। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৫ থেকে ৯ শতাংশ হলে সেটি মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আর ১০ থেকে ১৯ শতাংশ সংক্রমণের হার হলে সেটিকে ধরা হচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা। রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, সবশেষ মঙ্গলবার রাজশাহী জেলার ২১৪টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণের হার ১২ দশমিক ১৫ শতাংশ। আগের দিন সোমবার ১৬৭ জনের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ২৩ জন। সেদিন সংক্রমণের হার হয় ১৩ দশমিক ৭৭ শতাংশ। শেষ দুই দিনের হিসাবে রাজশাহী পড়েছে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে।

নমুনা পরীক্ষার বিপরীতে এর আগে ৯ জানুয়ারি ৭ দশমিক ১৮ শতাংশ, ৮ জানুয়ারি ৬ দশমিক ৮০ শতাংশ, ৭ জানুয়ারি ১ দশমিক ১৪ শতাংশ, ৬ জানুয়ারি ১৩ দশমিক 
৭৩ শতাংশ, ৫ জানুয়ারি ৭ দশমিক ৩৩ শতাংশ, ৪ জানুয়ারি ১১ দশমিক ৪৬ শতাংশ, ৩ জানুয়ারি ৮ দশমিক ৭৫ শতাংশ, ২ জানুয়ারি ৫ দশমিক ৪৫ শতাংশ এবং বছরের 
প্রথম দিন ১ জানুয়ারি ২ দশমিক ৮২ শতাংশ করোনা শনাক্ত হয়।

গত বছরের জুন-জুলাইয়ে করোনার ডেলটা ধরনের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এ জেলায় নমুনার পরীক্ষার বিপরীতে ৫০ শতাংশ পর্যন্ত করোনা শনাক্ত হয়। তারপর অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে সংক্রমণ কমে এলেও এখন আবার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়। সংক্রমণ বাড়লেও মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। অনীহা দেখা যাচ্ছে মাস্ক ব্যবহারে।

রাজশাহীর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, ‘রাজশাহী বিভাগে এখনো করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়নি। তবে সংক্রমণ কিছুটা বেড়েছে।

রাজশাহী সংক্রমণের মধ্যম ঝুঁকিতে আছে বলে স্বাস্থ্য অধিদপ্তর চিহ্নিত করেছে। ১৩ জানুয়ারি থেকে আবার বিধিনিষেধ শুরু হচ্ছে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা এখনই বলা যাচ্ছে না। তবে করোনা মোকাবিলায় আমাদের প্রস্তুতি আছে।’ করোনা মোকাবিলায় তিনি সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

করোনার ডেলটা ধরনের সংক্রমণের সময় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বিভিন্ন সাধারণ ওয়ার্ডগুলোকে করোনা ওয়ার্ডে রূপান্তর করা হয়েছিল। তখন করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা হয়েছিল সর্বোচ্চ ৪৫৪ টি। সংক্রমণ কমে আসার পর ওয়ার্ডগুলো আবার ছেড়ে দেওয়া হয় সাধারণ রোগীদের জন্য।

এখন হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ১০৪ টি। এর মধ্যে ২০টি শয্যা আছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। আর ২০টি শয্যা কেবিনে। বাকিগুলো সাধারণ ওয়ার্ড।

গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ২৭ জন। এর আগের ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে হাসপাতালটিতে নাটোরের দুই রোগী মারা গেছেন। দুজনের বয়সই ষাটের বেশি। একজন ছিলেন পুরুষ, অপরজন নারী। 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘সংক্রমণ কিছুটা বাড়লেও আমাদের প্রস্তুতি আছে। আগের সাধারণ ওয়ার্ডগুলোকে যখন করোনা ইউনিট করা হয়, তখন সেখানে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ লাইন করা হয়েছে। লাইনগুলো এখনো আছে। কাজেই রোগী বাড়লে আমরা আবার ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে পারব। তবে সে ক্ষেত্রে অন্য রোগীদের সেবায় সমস্যা হবে। তাই আলাদা করোনা ডেডিকেটেড হাসপাতালের কথা ভাবতে হবে।’

  • স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা ও রাঙামাটি এখন রয়েছে করোনা সংক্রমণের উচ্চঝুঁকিতে।
  • মধ্যম ঝুঁকিতে আছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, যশোর, নাটোর ও লালমনিরহাট।
  • শেষ দুই দিনের হিসাবে রাজশাহী পড়েছে করোনা সংক্রমণের উচ্চঝুঁকিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত