Ajker Patrika

শুভশ্রী যখন মৃণালিনী

আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ২০: ৩৯
শুভশ্রী যখন মৃণালিনী

বিয়ের পর মাত্র একটি ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি। রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘পরিণীতা’ নামের ওই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। ‘পরিণীতা’য় ভিন্ন ধরনের চরিত্রে হাজির হয়ে বেশ প্রশংসা পেয়েছিলেন শুভশ্রী। এরপর সন্তান জন্মের কারণে লম্বা বিরতি। তবে শুভশ্রী সব সময় চেয়েছেন ক্যামেরার সামনে ফিরতে। ফিরলেনও।

গতকাল ছিল শুভশ্রীর জন্মদিন। এবারের জন্মদিনে অভিনেত্রীর কাছ থেকে বিশেষ ‘সারপ্রাইজ’ পেয়েছেন ভক্তরা। ঘোষণাটি তিনি আগেই দিয়ে রেখেছিলেন। জানিয়েছিলেন, মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুক লাইভে আসবেন। দেবেন সারপ্রাইজ। সন্ধ্যায় দেখা গেল, লাইভে শুভশ্রী দাঁড়িয়ে আছেন জমকালো মঞ্চে। সেখানেই উন্মুক্ত হলো ‘ডা. বক্সী’ ছবির মোশন পোস্টার।

এটিই শুভশ্রীর সারপ্রাইজ। এ ছবি দিয়েই আবার ফিরছেন অভিনেত্রী। শুভশ্রী জানিয়েছেন, ‘ডা. বক্সী’ ছবিতে তিনি অভিনয় করবেন একজন লেখিকার চরিত্রে। নাম তাঁর মৃণালিনী। নতুন গল্পের প্লট ভাবতে শহরের বাইরে একটি হোটেল যান তিনি। আচমকা সেই হোটেলেই ঘটে যায় খুনের ঘটনা। ধীরে ধীরে কাহিনির প্রতিটি চরিত্র এ ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে।

শুভশ্রী বলেন, ‘ছবিতে খুবই ইন্টারেস্টিং একটি চরিত্রে আমাকে দেখতে পাবেন দর্শক। শুরু থেকে শেষ পর্যন্ত টান টান রহস্য থাকবে।’ ছবিতে ডা. বক্সী চরিত্রে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। থাকবেন বনি সেনগুপ্ত, মাহি কর, সৌম্যজিৎ মজুমদার। ‘ডা. বক্সী’ পরিচালনা করছেন সপ্তাশ্ব বসু। এর আগে ‘প্রতিদ্বন্দ্বী’ বানিয়েছিলেন তিনি। ওই ছবিতেও ছিল ডা. বক্সী চরিত্রটি। তবে গল্প হিসেবে ‘ডা. বক্সী’ সম্পূর্ণ আলাদা, জানিয়েছেন নির্মাতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত